শিগগিরই বিচারাধীন বিষয়ে সংবাদ প্রচারের ব্যাখ্যা

বিচারাধীন বিষয়ে সংবাদ প্রচার না করার বিষয়ে সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি নিয়ে সৃষ্ট বিতর্কের বিষয়ে দ্রুত ব্যাখ্যা দেয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

সোমবার দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান আইনমন্ত্রী।

আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে সাক্ষাতের কারণ জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘আমার সঙ্গে প্রধান বিচারপতির মাঝে মাঝে কথা হয়েই থাকে। তাই আমার এখানে আসা অস্বাভাবিক কিছু না।’

বিচারাধীন বিষয়ে সংবাদ পরিবেশন না করার বিষয়ে সুপ্রিম কোর্টের দেয়া বিজ্ঞপ্তি নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি নিশ্চই এ বিষয়ে কথা বলেছি। আলাপচারিতা চলছে, কিছুটা (বিজ্ঞপ্তি নিয়ে) যদিও ভুল বোঝাবুঝি হয়ে থাকে সে ব্যাপারটা তাদের (আপিল বিভাগের বিচারপতিদের) বিবেচনায় আছে। আমার মনে হয় আপনারা অতিদ্রুত এ বিষয়ে একটি ব্যাখ্যা পাবেন।’

ষোড়শ সংশোধনী না থাকায় এ মূহূর্তে বিচারপতিদের অপসারণের বিষয়ে শূন্যতা রয়েছে বলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আপিল আদালতের মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘কোনো সমস্যা যদি হয় তাহলে রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের সর্বোচ্চ পদের অধিকারী। তার কাছে নিশ্চয় কোনো না কোনো নালিশ পাঠানো যেতে পারে এবং তার যথেষ্ট ক্ষমতা আছে। তিনি সংবিধানের মধ্য থেকে বিবেচনা করতে পারেন। সেটা কার বিবেচ্য বিষয় সেটা আমাকে জিজ্ঞাসা করা হলে তাকে আমি বলব। ষোড়শ সংশোধনীর বিষয়ে যে শূন্যতা সে শূন্যতার কারণেই কোনো কিছুই রাষ্ট্রপতির কাছে পাঠানো যাবে না-এটা ঠিক না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *