শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ইসলামী ব্যাংকের আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (১৪ ডিসেম্বর, ২০২১) ভার্চুয়াল প্লাটফর্মে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এক্সিকউিটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, এফসিএ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, ব্যাংকের পরিচালক প্রফেসর ড. কাজী শহীদুল আলম ও মোঃ জয়নাল আবেদীন। ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান। দোয়া পরিচালনা করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা। সভায় ব্যাংকের পরিচালকবৃন্দ এবং প্রধান কার্যালয় ও জোনের নির্বাহী এবং শাখা ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *