শরীয়াহভিত্তিক ব্যবসায় নামছে ন্যাশনাল হাউজিং
স্টাফ রিপোর্টার
পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট শরীয়াহভিত্তিক ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ইসলামিক ফাইন্যান্স শাখা খোলার মাধ্যমে শরীয়াহভিত্তিক ব্যবসা কার্যক্রম চালু করবে। কোম্পানিটি বাংলাদেশ ব্যাংক এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি নিয়ে নতুন ব্যবসা শুরু করতে পারবে।
কোম্পানিটি আরও জানিয়েছে, শরীয়াহভিত্তিক ব্যবসা বর্তমান ব্যবসার সঙ্গে একযোগে চলবে।