শতকোটি ডলারের চীনা বিনিয়োগ ফিরিয়ে দিল ভারত
চীনের শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি মোটরসের শতকোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ভারত সরকার। এ বিনিয়োগের অধীনে মূলত মুম্বাইভিত্তিক কোম্পানি মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সঙ্গে যৌথভাবে বিদ্যুচ্চালিত গাড়ি ও ব্যাটারি উৎপাদন কারখানা নির্মাণের পারিকল্পনা ছিল বিওয়াইডি মোটরসের। খবর ইন্ডিয়া টাইমস ও আনাদোলু এজেন্সি।
জানা গেছে, হায়দরাবাদে কারখানাটি স্থাপনের লক্ষ্যে কোম্পানি দুটি ভারতের ডিপার্টমেন্ট অব প্রমোশন অব ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনটার্নাল ট্রেডে (ডিপিআইআইটি) আবেদন করে। ডিপিআইআইটি অন্যান্য বিভাগ থেকে বিনিয়োগ প্রস্তাবটির ওপর মতামত জানতে চায়। বিভাগগুলো ভারতে চীনা বিনিয়োগ নিয়ে নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ প্রকাশ করে। সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা বলছেন, বিদ্যমান আইন এ ধরনের বিনিয়োগকে সমর্থন করে না।
ডিপিআইআইটিতে দেয়া প্রস্তাবে বলা হয়, কোম্পানি দুটি পরিকল্পিত কারখানায় বছরে ১০-১৫ হাজার বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাণ করবে। মেঘা ইঞ্জিনিয়ারিং পুঁজি সহায়তা দেবে আর বিওয়াইডি প্রযুক্তিগত ও কারিগরি দক্ষতা নিয়ে কাজ করবে।
চীন ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই বিনিয়োগ ফিরিয়ে নেয়ার এ ঘটনা ঘটল। এর আগে চীনের ফোর হুইলার নির্মাতা প্রতিষ্ঠান গ্রেট ওয়াল মোটর ১০০ কোটি ডলারের বিনিয়োগ নিয়ে ভারতের বাজারে প্রবেশের চেষ্টা করেছিল। কিন্তু সরকারি অনুমতি না পাওয়ায় আড়াই বছরের অপেক্ষার পর গত বছর জুলাইয়ে কোম্পানিটিও এ পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয়েছিল।
আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, ২০২০ সালে ভারত সরকার বিনিয়োগ নীতিমালায় পরিবর্তন আনে। এতে প্রতিবেশী দেশগুলো থেকে বিদেশী বিনিয়োগ আনার ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনের শর্ত বেঁধে দেয়া হয়। এ নীতিমালার শর্ত দেখিয়েই চীনের বিনিয়োগ ফিরিয়ে দেয়া হয়েছে। প্রসঙ্গত, চীন ও ভারতের মধ্যে প্রতি বছর ১৩ হাজার ৫০০ কোটি ডলারের বাণিজ্য হয়। কিন্তু ২০২০ সালের মে মাসে দুই দেশের মধ্যে সীমান্ত বিরোধ দেখা দিলে দ্বিপক্ষীয় বাণিজ্যে ভাটা পড়ে।