লোহা ও ইস্পাত রফতানিতে উল্লম্ফন মিসরের
মিসরের লোহা ও ইস্পাত রফতানিতে উল্লম্ফন দেখা দিয়েছে। চলতি বছরের প্রথম ১০ মাসে মূল্যমানের দিক থেকে ধাতব পণ্য দুটির রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ১৮৯ শতাংশ বেড়েছে। মিডল ইস্ট নিউজ এজেন্সি সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনের তথ্য বলছে, জানুয়ারি-অক্টোবর পর্যন্ত উত্তর আফ্রিকার দেশটি ১৪৯ কোটি ডলারের লোহা ও ইস্পাত রফতানি করে। গত বছরের একই সময় রফতানি করা হয় ৫১ কোটি ৬০ লাখ ডলারের লোহা ও ইস্পাত।
অবকাঠামো খাতের কাঁচামাল ও ধাতব পণ্য রফতানি কাউন্সিল এক প্রতিবেদনে জানায়, চলতি বছরের প্রথম ১০ মাসে মিসর বিশ্বের ৮০টি দেশে এসব ধাতব পণ্য রফতানি করে। ৭২ দশমিক ৭ শতাংশ লোহা ও ইস্পাত রফতানি করা হয়েছে পাঁচটি দেশে। এর মধ্যে স্পেনে ২৬ কোটি ৯৫ লাখ ২৪ হাজার, ইতালিতে ৩৬ কোটি ৫২ লাখ ১১ হাজার, যুক্তরাষ্ট্রে ১৫ কোটি ৮৪ লাখ ৯২ হাজার এবং সৌদি আরবে ১০ কোটি ৯৩ লাখ ৯৯ হাজার ডলারের লোহা ও ইস্পাত রফতানি করা হয়।