লোকসানে হাইডেলবার্গ সিমেন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট চলতি বছরের তৃতীয় প্রান্তিকের ব্যবসায়ও লোকসান করেছে। এতে চলতি বছরের ৯ মাসের ব্যবসায় কোম্পানিটির লোকসানের পাল্লা আরও ভারী হয়েছে।
কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (১৯ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসই জানিয়েছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (২০২২ সালের জুলাই থেকে সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৪ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৯১ পয়সা।
তৃতীয় প্রান্তিকে লোকসান করায় চলতি বছরের প্রথম ৯ মাসে (২০২২ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর) কোম্পানিটির লোকসানের পাল্লা আরও ভারী হয়েছে। এই ৯ মাসে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ৪ টাকা ২৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ৯ টাকা ৮৮ পয়সা।
লোকসানের পাশাপাশি কোম্পানিটির সম্পদ মূল্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫৯ টাকা ৭৩ পয়সা, যা ২০২১ সালের ডিসেম্বর শেষে ছিল ৬৬ টাকা ৬০ পয়সা।
এদিকে অপারেটিং ক্যাশ ফ্লো’র তথ্য অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি অপারিটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২ টাকা ৮৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ার প্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ২২ টাকা ৫৭ পয়সা।