লোকসানে বিশ্বের শীর্ষ দুগ্ধ উৎপাদক ফন্টেরা

বিশ্বের বৃহত্তম দুগ্ধ সমবায়ী প্রতিষ্ঠান নিউজিল্যান্ডের ফন্টেরা প্রথমবারের মতো বার্ষিক লোকসান গুনেছে। গতকাল কোম্পানিটি স্বীকার করেছে, তারা অতি-আশাবাদী আর্থিক পূর্বাভাসের মাধ্যমে কৃষকদের লোকসানে ফেলেছে। খবর এএফপি ও বিবিসি।

২০১৭-১৮ অর্থবছরে কোম্পানিটি ১২ কোটি ৯০ লাখ ডলার (১৯ কোটি ৬০ লাখ নিউজিল্যান্ড ডলার) লোকসান গুনেছে, যেখানে পূর্ববর্তী অর্থবছরে মুনাফা করেছিল ৭৪ কোটি ৫০ লাখ নিউজিল্যান্ড ডলার। এ লোকসানের ফলে ব্যবসা পর্যালোচনার ঘোষণা দিয়েছেন ফন্টেরার অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইলস হারেল।

একটি বিবৃতিতে ফন্টেরা সিইও বলেন, ‘এ বিষয়ে দুই পথে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা যে মান ধরে রাখতে চাই, এ ফলাফল তা রক্ষা করছে না।’

তিনি আরো বলেন, ‘আমরা আমাদের কৃষক ও ইউনিটপ্রধানদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা ২০১৭-১৮ অর্থবছরে পূরণ হয়নি।’

নিউজিল্যান্ডের কৃষকদের কাছ থেকে দুধ ও দুগ্ধজাত পণ্য কিনে তারপর বিদেশী কোম্পানির কাছে বিক্রি করে সমবায় প্রতিষ্ঠান ফন্টেরা।

ফন্টেরার চেয়ারম্যান জন মোনেগ্যান বলেন, চলতি বছরের মার্চে অর্ধবার্ষিক ফলাফল ঘোষণার সময় করা প্রতিষ্ঠানটির পূর্বাভাস ঠিক ছিল না।

তিনি বলেন, ‘এ বিষয়ে কোনো সন্দেহ নেই, অর্ধবার্ষিকে আমরা কৃষকদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণ করতে সক্ষম হইনি।’

ফন্টেরার জন্য বছরটি বেশ ঝামেলাপূর্ণ ছিল। দুর্বল পারফরম্যান্স নিয়ে অসন্তোষের কারণে সরে দাঁড়াতে হয়েছিল সাবেক চেয়ারম্যান জন উইলসন ও সাবেক সিইও থিও স্পিয়েরিংসকে।

চীনা শিশুখাদ্য উৎপাদক প্রতিষ্ঠান বিইংমেটে ৪৩ কোটি ৯০ লাখ নিউজিল্যান্ড ডলার বিনিয়োগ করেছে ফন্টেরা। এছাড়া ২০১৩ সালের বেবি ফর্মুলা দূষণ মামলায় ফ্রান্সের ডানোনকে ২৩ কোটি ২০ লাখ নিউজিল্যান্ড ডলার ক্ষতিপূরণ দিতে হয় কোম্পানিটিকে।

চলতি অর্থবছরে ফন্টেরার বিক্রয় রাজস্ব ৬ শতাংশ বেড়ে ২ হাজার ৪ কোটি নিউজিল্যান্ড ডলারে দাঁড়ালেও আয় ২২ শতাংশ কমে ৯০ কোটি ২০ লাখ নিউজিল্যান্ড ডলারে দাঁড়িয়েছে।

ফন্টেরা তাদের সব ব্যবসা পর্যালোচনা করার কথা জানিয়েছে। এমনকি বিইংমেটে তাদের শেয়ার নিয়ে যাচাই-বাছাই করার কথা ভাবছে কোম্পানিটি। বিইংমেটে বিনিয়োগের পর ৪০ কোটি নিউজিল্যান্ড ডলারেরও বেশি রাইটডাউনের মুখোমুখি হতে হয়েছে ফন্টেরাকে। নিজেদের পরিবেশন নেটওয়ার্ককে শক্তিশালী করার লক্ষ্যে ২০১৪ সালে চীনা কোম্পানিটির ২০ শতাংশ শেয়ার ক্রয়ের আগ্রহের কথা জানিয়েছিল কোম্পানিটি।

গত অর্থবছর লোকসানের পরিপ্রেক্ষিতে কোম্পানিটিতে বৃহত্তর ‘আর্থিক শৃঙ্খলা’ ফিরিয়ে আনা ও আরো সঠিক পূর্বাভাসের প্রতিশ্রুতি দিয়েছে ফন্টেরা।

সমবায় প্রতিষ্ঠানটি বলছে, দুধের দাম চলতি অর্থবছরে কেজিপ্রতি ৬ দশমিক ৭৫ নিউজিল্যান্ড ডলারে স্থিতিশীল রাখা হবে।

ফন্টেরার শেয়ারদর ওয়েলিংটন শেয়ারবাজারে ১ দশমিক শূন্য ১ শতাংশ কমেছে এবং গতকাল দিনের শুরুতে ৪ দশমিক ৯২ নিউজিল্যান্ড ডলারে লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *