লালকার্ডের ম্যাচ ড্র-তেই শেষ করলো রিয়াল

স্টাফ রিপোর্টার

এমন নিয়ম কে দেখেছে কোথায়? আক্রমণে থাকা অবস্থাতেই রেফারির খেলা শেষের বাঁশি! শুধু আমক্রণই নয়, গোল হয়েই যে থেমেছিল সেই বল! অথচ সেই সময়েই নাকি খেলা শেষ করার আচমকা বাঁশি বাজালেন রেফারি জেসুস গিল মানজানো।

রেফারির এই এক বাঁশিতেই শুরু হলো তর্ক-বিতর্ক, শেষ পর্যন্ত লালকার্ডও দেখলেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহ্যাম। ব্রাহিম দিয়াজের ক্রস থেকে হেড করে গোল করেছিলেন তিনি। কিন্তু রেফারি যেহেতু হেড করার সময় বাঁশি বাজিয়ে ফেলেছেন, তাই বেলিংহ্যামের গোলটি আর গোনা হয়নি।

‘অস্বাভাবিক’ এই সিদ্ধান্তে রেফারির উপর চড়াও হয়েছিলেন বেলিংহ্যাম। যে কারণে লালকার্ড দেখতে হয়েছে এই মিডফিল্ডারকে। অবশেষে নাটকীয় এই ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছে রিয়াল।

গতকাল শনিবার রাতে মেস্তায়ায় ম্যাচের ৩০ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল রিয়াল। ২৭ মিনিটে ভ্যালেন্সিয়ার হুগো দুরো ও ৩০ মিনিটে রোমান ইয়ারেনচুক গোল করেন।

রিয়ালের হয়ে জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে গোল করে ব্যবধান ২-১ করেন ব্রাজিলিয়ান উইঙ্গার। দ্বিতীয় গোলটি ভিনি করেন ৭৬ মিনিটে।

গত বছরের ২১ মে এই মাঠেই বর্ণবাদের শিকার হয়েছিলেন ভিনি। সেদিন ভ্যালেন্সিয়ার সমর্থকরা ভিনিকে লক্ষ্য করে ধুয়ো ধ্বনি দিচ্ছিলেন। তাকে ‘নির্বোধ’ বলে গালি দিয়েছিল। সেই ম্যাচে রিয়াল ১-০ গোলে হেরে গেলেও সকল আলোচনা ছাড়িয়ে ভিনির বর্ণবাদের শিকার হওয়াটাই বড় ঘটনা হয়ে দাঁড়িয়েছিল।

আজ মেস্তায়ায় গোল করে ভ্যালেন্সিয়ার সেই আচরণেরই প্রতিবাদ করেছিলেন ভিনি। প্রথম গোল করে স্বাগতিক দলের সমর্থকদের দিকে হাতের মু্ষ্টি তোলেন ব্রাজিলিয়ান উইঙ্গার।

বিতর্কিত এই ম্যাচে পয়েন্ট হারানোর পরও ৭ পয়েন্ট বেশি নিয়ে লা লিগার টেবিলের শীর্ষে আছে রিয়াল। ২৭ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬৬। টেবিলের দ্বিতীয়স্থানে থাকা জিরোনার পয়েন্ট ৫৯। তৃতীয়স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *