লভ্যাংশ পাঠিয়েছে এসবিএসি ব্যাংক
৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য অনুমোদিত নগদ লভ্যাংশ সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।
৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটি বিনিয়োগকারীদের জন্য ৪ শতাংশ নগদের পাশাপাশি ৪ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে নগদ লভ্যাংশ সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।
আলোচ্য হিসাব বছরে এসবিএসি ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৩৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৯ পয়সা।