লন্ডন মেটাল এক্সচেঞ্জে তামার দাম বেড়েছে

স্টাফ রিপোর্টার

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল বেড়েছে তামার দাম। প্রযুক্তিগত কারণ (টেকনিক্যাল ফ্যাক্টর) ও ওয়্যারহাউজে মজুদ কমে আসার মতো বিষয় ধাতুটির দাম বাড়াতে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল তিন মাস সরবরাহ চুক্তিতে তামার দাম দশমিক ৬ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮ হাজার ৩৫৯ ডলার। তিন মাস পতনের পর সাপ্তাহিক ভিত্তিতে এটি দশমিক ২ শতাংশ বৃদ্ধি। গত বৃহস্পতিবার ধাতুটির দাম ৮ হাজার ২৪৫ ডলার হয়েছিল, ৬ ডিসেম্বরের পর যা সর্বনিম্ন।

এলএমইতে গতকাল অন্যান্য ধাতুর মধ্যে অ্যালুমিনিয়ামের দাম দশমিক ১ শতাংশ বেড়ে টনপ্রতি ২ হাজার ১৬৬ ডলার ৫০ সেন্ট, দস্তার দাম দশমিক ২ শতাংশ বেড়ে ২ হাজার ৪৬৭ ডলার ৫০ সেন্ট, সিসার দাম দশমিক ৬ শতাংশ বেড়ে ২ হাজার ২৮৯ ডলার ৫০ সেন্ট এবং নিকেলের দাম দশমিক ৫ শতাংশ বেড়ে ১৬ হাজার ২৩৫ ডলারে উন্নীত হয়েছে। এছাড়া টিনের দাম দশমিক ৯ শতাংশ কমে ২৫ হাজার ৫৭৫ ডলার হয়েছে। এর আগে গত ২৮ ডিসেম্বর ধাতুটির দাম ছিল সর্বোচ্চ ২৫ হাজার ৬৬৫ ডলার।

ব্রোকার ম্যারেক্সে আল মুনরো বলেন, ‘আমাদের কিছু কিছু ধাতুর বাজার এখনো ঝুঁকিতে। ‌ধারণা করা হচ্ছে, আগামী দিনগুলোয় বৃদ্ধির ধারা টিকে রাখা যাবে না।’

লন্ডন মেটাল এক্সচেঞ্জের তথ্যানুসারে, এলএমই নিবন্ধিত ওয়্যারহাউজগুলোয় ধাতুটির মজুদ কমে চার মাসের সর্বনিম্নে নেমেছে।

এদিকে সর্বোচ্চ তামা ব্যবহারকারী দেশ চীনের বাজারে কমেছে তামার দাম। ধাতুটির দাম ছয় সপ্তাহের সর্বনিম্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *