লংকাবাংলা ও র্যাংগস এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
সম্প্রতি লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের এসইভিপি ও হেড অব রিটেইল ফিন্যান্স খোরশেদ আলম এবং র্যাংগস প্রপার্টিজ লিমিটেডের ডিভিশনাল ডিরেক্টর মাশীদ রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।
এ চুক্তির মাধ্যমে র্যাংগস প্রপার্টিজের গ্রাহকরা সহজ শর্তে ও বিশেষ সুবিধায় লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড থেকে হোম লোন সুবিধা পাবেন। অনুষ্ঠানে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের এভিপি ও হেড অব হোম লোন মো. শাহরিয়ার পারভেজ, র্যাংগস প্রপার্টিজ লিমিটেডের হেড অব স্ট্র্যাটেজিক সেলস অ্যান্ড মার্কেটিং সৈয়দ মুত্তাকিল্লাহ, হেড অব সেলস অমলেন্দু বিশ্বাসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।