রোনালদোর গোলে কোয়ার্টার ফাইনালে আল নাসর!
নতুন বছরে প্রথম গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার একমাত্র গোলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে আল ফায়হাকে হারালো আল নাসর। সফরকারীদের ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের দিকে এগিয়ে গেলো আল নাসর।
গতকাল বুধবার ঘরের মাঠে প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ করে আল নাসর। কিন্তু কোনো গোল না পেয়ে হতাশ হন রোনালদো। পর্তুগিজ তারকার কয়েকটি শট রুখে দেন আল ফায়হার গোলরক্ষক ভ্লাদিমির স্টোজভিক।
দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে রোনালদোর একটি দুর্দান্ত হেডও রুখে দেন সার্বিয়ান এই গোলরক্ষক। এছাড়া আল নাসর তারকা এন্ডারসন তালিস্কার শটও ফিরিয়ে দেন তিনি।
অবশেষে ম্যাচের ৮১ মিনিটে গোল পায় আল নাসর। সেটাও আবার রোনালদোর পা থেকেই। মার্সেলো ব্রোজোভিকের অ্যাসিস্ট থেকে ডান পায়ের দারুণ শটে গোল করেন সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।
কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে আগামী বুধবার রিয়াদে দ্বিতীয় লেগে মাঠে নামবে রোনালদোর আল নাসর।