রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল সোনালী ব্যাংক
রেমিট্যান্স আহরণে বিশেষ অবদানের জন্য ‘বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০১৭’ অর্জন করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন ব্যাংকের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। ব্যাংকিং চ্যানেলে ২০১৭ সালে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংক তৃতীয় স্থান অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরসহ অর্থ মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সোনালী ব্যাংকের এমডি বলেন, বৈদেশিক রেমিট্যান্স সংশ্লিষ্ট সব তফসিলি ব্যাংকের প্রদত্ত এক্সচেঞ্জ রেট একই হওয়া জরুরি। দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক হিসেবে সোনালী ব্যাংক তার সুবিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায়ের সব জনগোষ্ঠীর মাঝে দ্রুত রেমিট্যান্স সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।