রেকর্ড পরিমাণ স্বর্ণ আমদানি ভারতে
প্রাকৃতিক দুর্যোগ, বাড়তি কর আরোপসহ নানা কারণে বিদায়ী বছরে ভারতের স্বর্ণ আমদানিতে তুলনামূলক স্থবিরতা বজায় ছিল। তবে চলতি বছরের শুরুতে দেশটির স্বর্ণ আমদানি খাতে গতি ফিরেছে।
গত জানুয়ারিতে ভারতের বাজারে মূল্যবান ধাতুটির আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৬৪ শতাংশ বেড়ে ৪৫ টন ছাড়িয়ে গেছে। দেশটির সরকারি সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে বিজনেস স্ট্যান্ডার্ড।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের জানুয়ারিতে ভারতীয় আমদানিকারকরা আন্তর্জাতিক বাজার থেকে সব মিলিয়ে ৪৬ টন স্বর্ণ আমদানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬৪ শতাংশ বেশি।
খাতসংশ্লিষ্টদের মতে, সামনে ভারতের জাতীয় নির্বাচন। এ সময় দেশজুড়ে অর্থের প্রবাহ বেড়ে যাবে। অনেকেই নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র বিবেচনা করে বেশি বেশি স্বর্ণ কিনবেন।
নির্বাচনের পর পরই শুরু হয়ে যাবে বিয়ের মৌসুম। ফলে দেশটিতে স্বর্ণের চাহিদা বাড়বে। এ কারণে ভারতীয় ব্যবসায়ীরা আগে থেকেই স্বর্ণের মজুদ বাড়ানোর জন্য আমদানি বাড়িয়ে দিয়েছেন।