রেকর্ড উচ্চতায় চীনের কয়লা উত্তোলন

স্টাফ রিপোর্টার

বিশ্বের শীর্ষ কয়লা উত্তোলক ও ব্যবহারকারী দেশ চীন। বিদায়ী বছর দেশটির কয়লা উত্তোলন রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। দেশটির সরকার উত্তোলকদের সর্বোচ্চ সক্ষমতা ব্যবহারের আহ্বান জানানোর পরই উত্তোলনে এমন ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়। এর উদ্দেশ্য ছিল জ্বালানি সংকট থেকে উত্তরণের মাধ্যমে অর্থনীতির চাকা গতিশীল রাখা। খবর দ্য গার্ডিয়ান।

সরকারি তথ্য বলছে, ২০২১ সালজুড়ে চীন ৪০৭ কোটি টন কয়লা উত্তোলন করেছে। আগের বছরের তুলনায় উত্তোলন ৪ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এর মধ্য দিয়ে অতীতের যেকোনো সময়ের রেকর্ড ছাড়িয়েছে দেশটির উত্তোলন। এদিকে গত বছরের ডিসেম্বরে দেশটি ৩৮ কোটি ৪৬ লাখ ৭০ হাজার টন কয়লা উত্তোলন করে। আগের বছরের একই সময় উত্তোলনের পরিমাণ ছিল ৩৭ কোটি ৮ লাখ ৪০ হাজার টন।

গত বছর স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে কয়লা ব্যবহার থেকে সরে আসার কথা জানায় চীনসহ উন্নত দেশগুলো। এছাড়া ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার ঘোষণাও দিয়েছে বেইজিং। কিন্তু বাস্তবতা একদমই ভিন্ন কথা বলছে।

গত বছরের শেষ দিকে এসে চীন নজিরবিহীন জ্বালানি সংকটে পড়ে। বিশেষ করে কয়লা সংকট দেশটির অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। জ্বালানি পণ্যটির মজুদ তলানিতে নেমে আসায় বিদ্যুৎ ঘাটতি প্রকট আকার ধারণ করে। পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দেশটির সরকার উত্তোলন বাড়ানোর আহ্বান জানায়। পাশাপাশি ইন্দোনেশিয়া ও রাশিয়া থেকে জ্বালানি পণ্যটির আমদানি বাড়ানো হয়।

ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) বলছে, কয়লাচালিত বিদ্যুৎ উৎপাদনের কারণে বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ হয়। গত বছর এ উৎস থেকে কার্বন নিঃসরণ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। মূলত করোনা মহামারী থেকে উত্তরণ প্রক্রিয়া শুরুর পর থেকেই জ্বালানি পণ্যটির চাহিদা আকাশচুম্বী হয়ে ওঠে। আর এতে প্রধান প্রভাবকের ভূমিকা রাখে চীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *