রুশ কারখানা বিক্রির পরিকল্পনা হুন্দাইয়ের

স্টাফ রিপোর্টার

রাশিয়ায় বন্ধ থাকা কার্যক্রমের বিকল্প বিবেচনা করছে হুন্দাই মোটর। এ বিকল্পের অংশ হিসেবে দেশটির কারখানা বিক্রির পরিকল্পনা করছে দক্ষিণ কোরীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। ইউক্রেনে রুশ আগ্রাসনের ঘটনায় আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতার বিষয়টি উল্লেখ করে দেশটিতে কার্যক্রম স্থগিত করেছিল প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক পশ্চিমা ও জাপানি প্রতিষ্ঠান রাশিয়ার কার্যক্রম বিক্রি করে দিয়েছে। এবার হুন্দাই মোটর সম্প্রতি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে রাশিয়ার কঠিন পরিচালন পরিবেশের কারণে সৃষ্ট ভবিষ্যৎ সম্ভাবনা বিশ্লেষণ করে একটি প্রতিবেদন জমা দিয়েছে। যদিও বিষয়টি নিয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি।

সাবসিডিয়ারি কিয়া করপোরেশনসহ হুন্দাই মোটর বিক্রির দিক থেকে বিশ্বের শীর্ষ ১০ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের একটি। সংস্থাটি রাশিয়ায় প্রতি বছর প্রায় দুই লাখ ইউনিট গাড়ি তৈরি করে। এ সংখ্যা সংস্থাটির বৈশ্বিক উৎপাদনের প্রায় ৪ শতাংশ।

স্যামসাং সিকিউরিটিজের একজন বিশ্লেষক এসথার ইম বলেন, আমরা অনুমান করি যে রাশিয়ায় ব্যবসায়িক পরিবেশের কারণে চলতি বছর হুন্দাই ও কিয়া যৌথভাবে অন্তত ৩১ কোটি ৫০ লাখ ডলার লোকসানের মুখোমুখি হবে।

ইউক্রেনে আগ্রাসনের পর মার্চে রাশিয়ার কারখানার কার্যক্রম স্থগিত করেছে প্রতিষ্ঠানটি। নিয়ন্ত্রক ফাইলিং অনুসারে, সংস্থাটি আগস্ট ও সেপ্টেম্বরে দেশটিতে কোনো গাড়ি বিক্রি করেনি। সপ্তাহখানেক আগে মাত্র ১ ইউরোর বিনিময়ে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থার কাছে রুশ ব্যবসা বিক্রি করে দেয় নিশান। এছাড়া আরেক জাপানি গাড়ি নির্মাতা মিত্সুবিশি মোটরও রাশিয়া থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *