রুটি নিয়ে চিন্তায় ইমরান খান

পাকিস্তানে হঠাৎ করেই আটার দাম বেড়ে গেছে। প্রতি কেজি আটা বিক্রি হচ্ছে ৬২ টাকা। কোথাও কোথাও তা ৭০ টাকায়ও বিক্রি হচ্ছে। এমন আকাশছোঁয়া দামে দেশটির মধ্যবিত্তের নাভিশ্বাস অবস্থা। রুটি খাওয়া নিয়ে চিন্তায় পড়েছেন তারা। চিন্তায় পড়েছে ইমরান খানের সরকারও।

পাকিস্তানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত এক সপ্তাহেই আটার দাম কেজি প্রতি বাড়ে পাঁচ টাকা। মাসখানেক আগেও করাচিতে ১০ কেজি আটার দাম ছিল ৪৫০ টাকা (কেজিপ্রতি ৪৫ টাকা)। এখন সেখানে ১০ কেজি আটার দাম ৬২০ থেকে ৭০০ টাকা।

বিক্রেতারা বলছেন, গমের দাম হঠাৎই বেড়েছে। তাই আদার দামও বেড়েছে। ফ্লোর মিল অ্যাসোসিয়েশন কেজি প্রতি আটার দাম ৬ টাকা বাড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। দাম কবে কমবে সে ব্যাপারেও কোনও স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না।

তবে ইমরান খান সরকার বলছে, গমের দাম বাড়ার খবর ভুয়া। সরকারি গুদামে চার মিলিয়ন টন গম মজুত রয়েছে। ফলে এমনভাবে লাফিয়ে দাম বাড়ার কোনও যুক্তি নেই।

শনিবার ইমরান খান রাজ্য সরকারকে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধিতে লাগাম টানার নির্দেশ দিয়েছিলেন। এদিকে রেস্তোরাঁ ও ধাবা মালিকরা আজ থেকে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। সরকারের কাছে তাদের দাবি, পুরনো মূল্যে আটা সরবরাহ করতে হবে। না হলে রুটি ও নানের দাম অস্বাভাবিক বাড়িয়ে দিতে বাধ্য হবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *