রিয়াল-সিটির হাইভোল্টেজ লড়াই ড্র

স্টাফ রিপোর্টার

ঘরের মাঠে খেলা। অথচ শুরুর দিকে বলই পাচ্ছিল না রিয়াল মাদ্রিদ। একের পর এক আক্রমণে রিয়াল শিবিরকে ব্যতিব্যস্ত করে রাখে ম্যানচেস্টার সিটি। অথচ স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এগিয়ে যায় রিয়ালই।

দ্বিতীয়ার্ধে আবার রিয়াল ছন্দে ফেরে, কিন্তু এবার গোল করে ম্যানচেস্টার সিটি। আক্রমণ-পাল্টা আক্রমণের জমজমাট লড়াইটিতে শেষ পর্যন্ত আর ফল আসেনি।

সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ভিনিসিয়ুস জুনিয়রের গোলে রিয়াল এগিয়ে যাওয়ার পর সিটিকে সমতায় ফেরান কেভিন ডি ব্রুইন।

ম্যাচের শুরু থেকেই পোস্টের নিচে ব্যস্ত সময় রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়ার। পরপর দুই মিনিটে ভালো দুটি সুযোগ পান আর্লিং হালান্ড, কিন্তু কাজে লাগাতে পারেননি।

ম্যান সিটি
ম্যান সিটি

প্রথম ২০ মিনিটে ৭০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ছয়টি শট নেয় সিটি, যার চারটি ছিল লক্ষ্যে। এরপর একটু একটু করে ছন্দ ফিরে পায় রিয়াল।

৩৬ মিনিটে এগিয়েও যায় স্বাগতিকরা। বাঁ থেকে এদুয়ার্দো কামাভিঙ্গার পাস ধরে একটু আড়াআড়ি ছুটে প্রায় ২২ গজ দূর থেকে বুলেট গতির শটে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। গোলের উদ্দেশ্যে এটাই ছিল রিয়ালের প্রথম ও প্রথমার্ধে একমাত্র শট।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে সমতায় ফেরার ভালো সুযোগ পায় সিটি। তবে ডান দিক দিয়ে বক্সে ঢোকা কেভিন ডি ব্রুইনের কোনাকুনি শট ঠেকিয়ে দেন কর্তোয়া। তিন মিনিট পর বক্সে হালান্ডের শট রুখে দেন ডিফেন্ডার ডাভিড আলাবা।

পরের ১৫ মিনিটে প্রায় একচেটিয়া দাপট দেখায় রিয়াল। তবে চাপ সামলে ৬৭তম মিনিটে সমতা ফেরায় সিটি। দূর থেকে জোরাল শটে দারুণ এক গোল করেন বেলজিয়ান মিডফিল্ডার ডি ব্রুইন।

শেষদিকে রিয়াল এগিয়ে যাওয়ার বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। কিন্তু দেয়াল হয়ে দাঁড়ান সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডেরসন। ৭৮ মিনিটে টনি ক্রুসের বাড়ানো ক্রসে বেনজেমার হেড দারুণভাবে ঝাঁপিয়ে ফেরান তিনি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে অহেলিয়া চুয়ামেনির জোরাল শটও বিপদমুক্ত ব্রাজিলিয়ান গোলরক্ষক।

এই ম্যাচ ড্র হওয়া রিয়ালের জন্য অস্বস্তিকরই। কেননা আগামী বুধবার ফিরতি লেগ খেলতে হবে সিটির মাঠে। ফাইনালে উঠতে হলে তাই বড় চ্যালেঞ্জই উৎড়াতে হবে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *