রিয়াদ এয়ার সৌদির নতুন রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা

স্টাফ রিপোর্টার

রিয়াদ এয়ার নামে নতুন একটি রাষ্ট্রনিয়ন্ত্রিত উড়োজাহাজ সংস্থা চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির প্রধানমন্ত্রী ও পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) চেয়ারম্যান মোহাম্মদ বিন সালমান সম্প্রতি এ ঘোষণা দেন। আঞ্চলিক পরিবহন ও ভ্রমণ খাতে বিশ্বব্যাপী অবস্থান সুসংহত করতে এ সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে জানা গেছে, এতে দেশটিতে দুই লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

অ্যারাবিয়ান বিজনেসের প্রতিবেদন বলছে, এশিয়া, আফ্রিকা ও ইউরোপ—এ তিন মহাদেশের সঙ্গে সৌদি আরবের কৌশলগত ভৌগোলিক অবস্থানের সুবিধাকে কাজে লাগাবে নতুন উড়োজাহাজ সংস্থাটি। এর মাধ্যমে বিশ্বের পরিবহন, বাণিজ্য ও পর্যটনের প্রবেশদ্বার হিসেবে দাঁড়াতে চায় রিয়াদ।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান রোববার আনুষ্ঠানিকভাবে ‘রিয়াদ এয়ার’ উড়োজাহাজ সংস্থার উদ্বোধন করেন। সংস্থাটির প্রধান নির্বাহী (সিইও) হিসেবে খাতটিতে ৪০ বছরের অভিজ্ঞ টনি ডগলাসকে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে ইতিহাদ এয়ারওয়েজের সিইও হিসেবে কাজ করেছেন এ ব্রিটিশ নাগরিক। উড়োজাহাজ সংস্থাটির চেয়ারম্যান হচ্ছেন পিআইএফের গভর্নর ইয়াসির আল-রুমায়ান। এছাড়া এয়ারলাইনসের সিনিয়র ম্যানেজমেন্ট টিমে সৌদি আরব ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হবে।

বিশ্লেষকরা বলছেন, রিয়াদ থেকে ফ্লাইট শুরু হলে বিশ্বব্যাপী ভ্রমণ ও এভিয়েশন খাতে নতুন যুগের সূচনা করবে উড়োজাহাজ সংস্থাটি। এসপিএ জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বের শতাধিক গন্তব্যে পরিষেবা দেবে রিয়াদ এয়ার। পাশাপাশি দেশটির জিডিপির তেলবহির্ভূত খাতে ২ হাজার কোটি ডলার অবদান রাখবে। নতুন এ পদক্ষেপ দুই লক্ষাধিক প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি করবে বলেও আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *