রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন
রাষ্ট্রায়ত্ত সোনালী, কৃষি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে (বিডিবিএল) অফিসার (ক্যাশ) পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ১৬ নভেম্বর এ তিনটি ব্যাংকের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। এর আগে আগামী ৯ নভেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমন্বিত তিন ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে এমসিকিউ টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা গ্রহণের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
৯ নভেম্বরের পরিবর্তে আগামী ১৬ নভেম্বর শুক্রবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে।