রাশিয়ায় সর্বোচ্চ জ্বালানি তেল উত্তোলন
অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন কমিয়ে আন্তর্জাতিক বাজারে ভারসাম্য ফেরানোর লক্ষ্যে ওপেকের চুক্তির শর্ত মেনে চলছে রাশিয়া। এর আওতায় দেশটিতে জ্বালানি পণ্যটির সম্মিলিত উত্তোলন কম থাকার কথা। তবে বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র।
জ্বালানি তেলের উত্তোলন কমানোর বদলে বাড়িয়েছে দেশটি। সোভিয়েত ইউনিয়নের পতনের পর ২০১৭ সালে রাশিয়ার কূপগুলো থেকে সবচেয়ে বেশি অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছিল। সদ্য বিদায় নেয়া ২০১৮ সালে দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন আগের বছরের এ রেকর্ড ছাড়িয়ে গেছে।
এর মধ্য দিয়ে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে ভারসাম্য ফেরাতে ক্রেমলিনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। খবর রয়টার্স ও মার্কেটওয়াচ।
বিদায়ী বছরে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে রুশ জ্বালানি মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ২০১৮ সালে রাশিয়ার কূপগুলো থেকে প্রতিদিন গড়ে ১ কোটি ১১ লাখ ৬০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছে। ২০১৭ সালে দেশটিতে জ্বালানি পণ্যটির দৈনিক গড় উত্তোলনের পরিমাণ ছিল ১ কোটি ৯ লাখ ৮০ হাজার ব্যারেল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রাশিয়ার কূপগুলো থেকে অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক গড় উত্তোলন ১ লাখ ৮০ হাজার ব্যারেল বেড়েছে।
এদিকে টনের হিসাবে ২০১৭ সালে রাশিয়ায় সব মিলিয়ে ৫৪ কোটি ৭০ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছিল। গত বছর দেশটিতে জ্বালানি পণ্যটির সম্মিলিত উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৫ কোটি ৬০ লাখ টনে। অর্থাৎ এক বছরে রাশিয়ায় অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বেড়েছে ৯০ লাখ টন। নব্বইয়ের দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়ন পতনের পর ২০১৭ সালে রাশিয়ায় অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন সর্বোচ্চে পৌঁছেছিল। গত বছর প্রতিদিন ১ লাখ ৮০ হাজার ব্যারেল অতিরিক্ত উত্তোলনের মধ্য দিয়ে সেই রেকর্ড ছাড়িয়ে গেছে রুশ উত্তোলনকারীরা।
গত বছরের শেষ ভাগে এসে রাশিয়ার উত্তোলন খাত চাঙ্গা হতে শুরু করে। ডিসেম্বর নাগাদ এ চাঙ্গাভাব আরো জোরদার হয়। এ মাসে রুশ প্রতিষ্ঠান রোজনেফটের আওতাধীন কূপগুলো থেকে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে যায়। অন্যদিকে লুকঅয়েলের কূপ থেকে জ্বালানি পণ্যটির উত্তোলন ২ দশমিক ৫ শতাংশ বাড়ানো হয়।
এ বিষয়ে রয়টার্সের বিশ্লেষক ওয়ান তাও বলেন, ওপেকের আওতায় অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক উত্তোলন হ্রাস-সংক্রান্ত চুক্তির শর্ত মেনে চলছিল রাশিয়া।
তার পরও ২০১৮ সালজুড়ে দেশটির উত্তোলন খাতের চাঙ্গাভাব চুক্তির শর্ত পূরণে রুশ প্রশাসনের আন্তরিকতা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তোলন খাত আগে থেকেই চাঙ্গা রয়েছে। এখন নতুন করে রাশিয়ায় উত্তোলন খাতের চাঙ্গাভাব জ্বালানি তেলের বাজার ভারসাম্য ফেরানোর উদ্যোগ বাস্তবায়নের পথ আরো কঠিন করে তুলবে।
রুশ জ্বালানিমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানান, ওপেকের আওতায় অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক উত্তোলন হ্রাস চুক্তির নতুন রূপরেখা চূড়ান্ত হলে জ্বালানি পণ্যটির উত্তোলন বর্তমানের তুলনায় কমিয়ে আনবে রাশিয়া। এর ফলে ২০১৯ সাল শেষে রাশিয়ায় অপরিশোধিত জ্বালানি তেলের সম্মিলিত উত্তোলন ৫৫ কোটি ২০ লাখ টনে নেমে আসতে পারে।