রাশিয়ায় কার্যক্রম চালু রাখবে চীনের ডিডি গ্লোবাল
রাশিয়ার বাজারে কার্যক্রম চালু রাখবে ডিডি গ্লোবাল। মার্চে কার্যক্রম গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত থাকলেও সেখান থেকে পিছিয়ে এসেছে চীনভিত্তিক রাইডশেয়ারিং কোম্পানিটি। খবর সিজিটিএন।
চীনা সোস্যাল সাইট উইবোতে শেয়ার করা এক বিবৃতিতে ডিডি জানায়, রাশিয়ায় কার্যক্রম গুটিয়ে নেয়া হচ্ছে না। দেশটির চালক ও যাত্রীদের সেবায় কার্যক্রম অব্যাহত রাখবে তারা।
গত সোমবার রাশিয়াভিত্তিক বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে ডিডির কার্যক্রম গুটিয়ে নেয়ার তথ্য শেয়ার করা হয়েছিল। রাশিয়ায় ডিডির পিআর পরিচালক আইরিনা গুসচিনা তখন এক বিবৃতিতে জানান, রাশিয়ায় প্রায় দেড় বছর এবং কাজাখস্তানে প্রায় এক বছর সেবা দেয়ার পর খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আগামী ৪ মার্চ থেকে আমরা ব্যবসা গুটিয়ে নিচ্ছি।
ডিডির পূর্ব সিদ্ধান্ত থেকে সরে আসার ক্ষেত্রে সাম্প্রতিক ইউক্রেন সংকট ভূমিকা রেখেছে কিনা তা স্পষ্ট জানা যায়নি।