রাশিয়ায় কনটেইনার পরিবহন বন্ধ করছে মায়েরস্ক

স্টাফ রিপোর্টার

রাশিয়ায় সব কনটেইনার পরিবহন বন্ধ করছে এপি-মুলার মায়েরস্ক। ইউক্রেনে আগ্রাসনের ঘটনায় পশ্চিমা বিশ্বের আরোপিত নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে ড্যানিশ প্রতিষ্ঠানটি। এর আগে সিঙ্গাপুরভিত্তিক ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস (ওএনই), জার্মানির হ্যাপাগ লয়েড ও সুইস শিপিং গ্রুপ এমএসসিও একই সিদ্ধান্ত নিয়েছে। খবর রয়টার্স।

মায়েরস্ক জানিয়েছে, প্রতিষ্ঠানটি রাশিয়ার সবগুলো বন্দরে পণ্য পরিবহন বন্ধ করছে। তবে খাদ্যসামগ্রী, চিকিৎসা ও মানবিক সরবরাহ এ সিদ্ধান্তের আওতার বাইরে। একটি বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার এরই মধ্যে আমাদের কার্যক্রমে প্রভাব ফেলছে। এজন্য রাশিয়া থেকে নতুন করে মায়েরস্কের বুকিং সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি বাল্টিক সাগরের সেন্ট পিটার্সবার্গ ও কালিনগ্রাদ, কৃষ্ণ সাগরের নভোরেসিস্ক, রাশিয়ার পূর্ব উপকূলে ভ্লাদিভোস্টক ও ভস্টোচনি পর্যন্ত কনটেইনার শিপিং রুট পরিচালনা করে।

রুশ পোর্ট অপারেটর গ্লোবাল পোর্টের ৩১ শতাংশের মালিকানা রয়েছে মায়েরস্কের। প্রতিষ্ঠানটি রাশিয়ায় ছয়টি ও ফিনল্যান্ডে দুটি টার্মিনাল পরিচালনা করে। গ্লোবাল পোর্টের শেয়ারহোল্ডারদের মধ্যে রয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম এবং রুশ ব্যবসায়ী সের্গেই শিসকারেভ। মায়েরস্ক বলেছে, গ্লোবাল পোর্টের সঙ্গে আমরা কীভাবে ক্রমবর্ধমান নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ মেনে চলব এবং সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে কাজ করছি।

রাশিয়ায় কোপেনহেগেনভিত্তিক কোম্পানিটির ৫০০ কর্মী রয়েছে। গত সপ্তাহে সংস্থাটি ইউক্রেনের সব বন্দরে কার্যক্রম পরিচালনা বন্ধ করে দিয়েছে। ওডেসায় বন্দরে সংস্থাটির প্রায় ৬০ জন কর্মী রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *