রাশিয়ার সাতটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা সরাল ইইউ
রাশিয়ার সাতটি ব্যাংকের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিশ্বব্যাপী খাদ্যপণ্য ও সারের দামে লাগাম টানতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান ইইউ-এর নেতারা। খবর রয়টার্স।
এক প্রতিবেদনে বলা হয়, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৈঠকে বসেছিলেন ইইউয়ের সদস্য রাষ্ট্রগুলোর দূতরা। সেই বৈঠকে রাশিয়ার ৭টি ব্যাংকের ফ্রিজ করা অর্থ ছাড় দেওয়ার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন তারা। ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ভিটিবি, সোভকোম ব্যাংক, নোভিকোম ব্যাংক, অটক্রিটি ব্যাংক, প্রমসভায়াস ব্যাংক ও ব্যাংক রাশিয়া। তবে রুশ বৃহত্তম ব্যাংক সেবার ব্যাংকের সম্পদ ছাড়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন এক ইইউ কর্মকর্তা।
এর আগে ইউক্রেনে রুশ বাহিনী বিশেষ সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে ইউরোপের দেশগুলোয় এ ৭ ব্যাংকের কার্যক্রম বন্ধও ও সম্পদ ফ্রিজ করে ইইউ। এতে বিশ্বজুড়ে পণ্যের স্বাভাবিক সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে প্রতিদিন হু হু করে বাড়ছে খাদ্যপণ্য ও সারের দাম।