রাশিয়ার সঙ্গে পারমাণবিক অস্ত্র চুক্তি থেকে সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র

রাশিয়ার সঙ্গে করা ঐতিহাসিক পারমাণবিক অস্ত্র চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ট্রাম্পের এ সিদ্ধান্তের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক আরও উত্তেজনা তৈরি করবে বিশ্বে। কেননা তার এ সিদ্ধান্তের জবাবে রাশিয়া বলেছে, একক আধিপত্যকামী বিশ্বের স্বপ্নেই এ সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।

এক নির্বাচনী প্রচারণায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, রাশিয়া ১৯৮৭ সালের ইন্টারমেডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তির শর্ত ভঙ্গ করেছে। চুক্তি অনুযায়ী ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য মাধ্যমিক স্তরের ক্ষেপণাস্ত্র তৈরিকে নিষিদ্ধ করা হয়েছে। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে।

ট্রাম্প বলেন, ‘রাশিয়াকে আমরা এই অস্ত্র তৈরি করার অনুমতি দিব না। আমি জানি না কেন প্রেসিডেন্ট বারাক ওবামা কেন এই বিষয়ে আলোচনা করনে নি কিংবা চুক্তি থেকে প্রত্যাহার করেন নি। রাশিয়া অনেক বছর ধরে এ চুক্তির শর্ত ভঙ্গ করে আসছে।’

ট্রাম্পের এ ঘোষণার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নিয়েছে একক আধিপত্যকামী একটা বিশ্ব তৈরির স্বপ্ন বিভোর হয়ে। যেখানে তারাই হবে সমস্ত পৃথিবীর পরাশক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *