রাশিয়ান গ্যাসের ২০% পুনঃবিক্রি করছে ইইউ
রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে ইইউর বেশ কয়েকটি বন্দরেই পুনরায় বিক্রি হচ্ছে রুশ এলএনজি। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।
বেলজিয়াম, স্পেন ও ফ্রান্সের বন্দরগুলো দিয়ে বিক্রি হওয়া এলএনজির ২০ শতাংশই রাশিয়া থেকে সরবরাহ করা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাশিয়া থেকে এলএনজি আমদানির এক-পঞ্চমাংশেরও বেশি বিশ্বের অন্যান্য অংশে পুনরায় বিক্রি করছে ইইউ।
যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে রাশিয়ান এলএনজি আমদানি নিষিদ্ধ। যদিও বেলজিয়াম, ফ্রান্স ও স্পেনের মাধ্যমে নিয়মিতভাবেই রুশ এলএনজি পুনঃরফতানি করা হচ্ছে। রুশ এলএনজির শীর্ষ সুবিধাভোগীর তালিকায় চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন ও ফরাসি জ্বালানি প্রতিষ্ঠান টোটালএনার্জিসের নাম প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদন বলছে, ইইউর এ তিনটি বন্দর রাশিয়ার আর্কটিক ইয়ামাল এলএনজি প্লান্ট থেকে উল্লেখযোগ্য পরিমাণে গ্যাস আমদানি করে আসছে। চলতি বছর এখন পর্যন্ত ইইউর বন্দরগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ রাশিয়ান এলএনজি এসেছে বেলজিয়ামের জিব্রুগ ও ফ্রান্সের মন্টোইর-ডি-ব্রেটাগনে বন্দর দিয়ে।