রাজিলে ইস্পাত উৎপাদন বেড়েছে
চলতি বছরের সেপ্টেম্বরে ব্রাজিলের কারখানাগুলোয় ইস্পাত উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। ব্রাজিল স্টিল ইনস্টিটিউটের সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর মেটাল বুলেটিন ও রয়টার্স।
প্রতিষ্ঠানটির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের সেপ্টেম্বরে ব্রাজিলে সব মিলিয়ে ৩০ লাখ ৩০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ বেশি। গত বছরের সেপ্টেম্বরে দেশটির কারখানাগুলোয় মোট ২৯ লাখ ৬০ হাজার টন ইস্পাত উৎপাদন হয়েছিল। সে হিসাবে, এক বছরের ব্যবধানে দেশটিতে পণ্যটির উৎপাদন বেড়েছে ৭০ হাজার টন।
ব্রাজিল বিশ্বের নবম শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি প্রতি বছর দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্য পরিমাণ ইস্পাত রফতানি হয়। পণ্যটির রফতানিকারকদের বৈশ্বিক তালিকায় ব্রাজিলের অবস্থান ১২তম। গত সেপ্টেম্বরে দেশটিতে ইস্পাতের অভ্যন্তরীণ চাহিদা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ২ শতাংশ বেড়েছে।