রমজানে নিত্য পণ্যের মাননিয়ন্ত্রণে বিএসটিআই গৃহীত কার্যক্রম সম্পর্কে শিল্পমন্ত্রীকে অবহিত

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দেশের একমাত্র জাতীয় মান প্রণয়নকারী সংস্থা। বিএসটিআই’র প্রধান কাজ হচ্ছে, প্রসেসড ফুড এবং শিল্পজাত পণ্যের মান প্রণয়ন, পরীক্ষণ, কারখানা পরিদর্শন, মানসনদ প্রদান, মান নিয়ন্ত্রণ, নকল ও নিম্নমানের পণ্যের উৎপাদন ও বাজারজাতকণ রোধ এবং পণ্যের ওজন ও কারচুপি রোধ করা। সরকার বিভিন্ন সময়ে এসআরও জারির মাধ্যমে এ পর্যন্ত ২২টি পণ্য বিএসটিআই’র বাধ্যতামূলক মানসনদের আওতাভুক্ত করেছে। বিএসটিআই’র ল্যাবরেটরিতে পণ্যের নমুনা পরীক্ষণ (Test) করে শুধুমাত্র মানসম্মত এসকল পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স প্রদান/নবায়ন করে থাকে। করোনা মহামারীকালীন সময়েও বিএসটিআই তার সেবা অব্যাহত রেখেছে। এসময় বিএসটিআই দেশের আমদানি-রপ্তানি সচল রাখার স্বার্থে পণ্যের  ছাড়পত্র প্রদান, লাইসেন্স প্রদান/নবায়ন, সার্ভিল্যান্স কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রেখেছে। এছাড়া, সাধারণ ছুটিকালীন সময়ও সারাদেশে বিএসটিআই’র কার্যালয়গুলোতে জরুরি সেবা অব্যাহত রেখেছে।  

শনিবার (০২ এপ্রিল, ২০২২) আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এমপি; শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি; শিল্পসচিব জাকিয়া সুলতানা সহ অন্যান্য ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, বিএসটিআই নিয়মিত কার্যক্রমের বাইরে প্রতিবছর ভোক্তার স্বার্থে পবিত্র রমজান মাস ও তার আগে বিশেষ কর্মসূচি-অভিযান পরিচালনা করে থাকে। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে খাদ্য পণ্যের মান নিয়ন্ত্রণ এবং নকল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে,

তারা বলেন, পণ্যের মান নিয়ন্ত্রণ,নকল ও নিম্নমানের পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ রোধ কল্পে অতিরিক্ত মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনা করা হবে। ঢাকা মহানগরীতে বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে পণ্যের সঠিক ওজন পরিমাপ নিশ্চিতকরণ এবং কারচুপি রোধকল্পে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ছুটির দিনসহ স্বাভাবিক কার্যদিবসেও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।  ঢাকা মহানগরীর পাশ্ববর্তী জেলা ও উপজেলায় যেমন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, সাভার, কেরাণীগঞ্জ ও ভৈরব এলাকায় মোবাইল কোর্ট ও পরিচালনা করা হবে। এছাড়া জেলা/উপজেলাপ্ রশাসনের সহযোগিতায় বিএসটিআই’র সকল বিভাগীয়/জেলা কার্যালয়ের মাধ্যমে প্রতিদিন মোবাইলকোর্ট ও সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিএসটিআই’র সকল কার্যালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।  পবিত্র রমজান মাসে জনগণকে মানসম্মত পণ্য ক্রয় এবং নকল ও নিম্নমানের পণ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। ঢাকা মহানগরীসহ সারাদেশে র‍্যাব মেট্রোপলিটন এলাকায় বাংলাদেশ পুলিশের মাধ্যমে পরিচালিত মোবাইল কোর্টে বিএসটিআই’র কর্মকর্তাগণ সার্বিক সহযোগিতা করবেন।

নেতৃবৃন্দ বলেন, এছাড়া পবিত্র রমজান মাসে মানসম্মত খাদ্য ও পানীয় বিশেষ করে যেমন মুড়ি, খেজুর, সফট ড্রিংকস পাউডার, কার্বোনেটেড বেভারেজ, ফ্রুট সিরাপ, ফ্রুট ড্রিংকস, ভোজ্যতেল, সরিষার তেল, ঘি, পাস্তুরিত দুধ, নুডুলস, ইনস্ট্যান্ট নুডুলস, লাচ্ছা সেমাই, সেমাই, পানি, ডেক্সট্রোজ মনোহাইড্রেট এবং ইফতার সামগ্রী বিক্রী/বিতরণের উপর বিএসটিআই’র নজরদারি জোরদার করবে।

  এক প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন, আসন্ন রমজান মাস উপলক্ষে ফেব্রুয়ারি-মার্চ, ২০২২ মাসে ভেজাল ও নকল পণ্য সরবরাহ প্রতিরোধে বিশেষ কর্মসূচি হিসেবে ইফতার ও সেহরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের খাদ্যপণ্য যেমন: মুড়ি, খেজুর, সফট ড্রিংকস পাউডার, কার্বোনেটেড বেভারেজ, ফ্রুট সিরাপ, ফ্রুট ড্রিংকস, ভোজ্যতেল, সরিষার তেল, ঘি, পাস্তুরিত দুধ, নুডুলস, ইনস্ট্যান্ট নুডুলস, লাচ্ছা সেমাই, সেমাই, পানি, ডেক্সট্রোজ মনোহাইড্রেট বিএসটিআই’র সার্ভিল্যান্স টিমের মাধ্যমে খোলাবাজার থেকে সংগ্রহপূর্বক ল্যাবে পরীক্ষা করা হচ্ছে, যার তথ্য নিম্নে উপস্থাপন করা হলো: পণ্যের মোট নমুনার সংখ্যা- ৭৪৮টি, পরীক্ষণ সম্পন্ন হয়েছে- ৬৮৫টি, মানসম্মত নমুনা- ৬৭০টি, নিম্নমানের নমুনা- ১৫টি (প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।), নমুনা পরীক্ষাধীন৬৩টি

নেতৃবৃন্দ আরো বলেন, পণ্যের মাননিয়ন্ত্রণ ও ভেজাল ও নিম্নমানের পণ্য এবং ওজন ও পরিমাপে কারচুপি রোধকল্পে জুলাই ২০২ হতে মার্চ, ২০২ পর্যন্ত ৯ মাসে বিএসটিআই’র কার্যক্রম নিম্নরুপ : পণ্যের (ড্রিংকিং ওয়াটার, দুধ দুগ্ধজাত পণ্য, ফর্টিফাইড ভোজ্য তেল, আয়োডিনযুক্ত লবণ, নকল নিম্নমানের প্রসাধণীসহ) মান নিয়ন্ত্রণে পরিচালিত মোবাইল কোর্ট সার্ভিল্যান্স: মোবাইল কোর্ট পরিচালনার সংখ্যা ৬২৬টি; মোবাইল কোর্টের মাধ্যমে মামলার সংখ্যা ১ হাজার ১৫৫টি; মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় ৮ কোটি ৩২ লাখ টাকা; বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ২০ জন; কারখানা সিলগালা ১৭টি; সার্ভিল্যান্সের সংখ্যা ৯৯০টি এবং সার্ভিল্যান্সের মাধ্যমে দায়েরকৃত মামলা ৮০টি।

তারা বলেন, পণ্যের ওজন পরিমাপে কারচুপি রোধকল্পে মোবাইল কোর্ট সার্ভিল্যান্স কার্যক্রম: মোবাইল কোর্ট পরিচালনার সংখ্যা ৪১৮টি; মোবাইল কোর্টের মাধ্যমে মামলার সংখ্যা ৭৫২টি; মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় ১ কোটি ৬৫ লাখ টাকা; বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ৩ জন; পেট্রোল ডিসপেনসিং ইউনিট সিলগালা ৩৮৩টি; সার্ভিল্যান্সের সংখ্যা ৩৮৯টি; সার্ভিল্যান্সের মাধ্যমে দায়েরকৃত মামলা ৭১টি। বিএসটিআই’র কর্ম তৎপরতার কারণে দেশের আমদানিকৃত ফলমূলে ফরমালিনের ব্যবহার প্রায় বন্ধ হয়েছে। বিগত ৯ মাসে বিভিন্ন ধরনের ১৭৫টি ফলমুলের নমুনা বাজার থেকে ক্রয় করে ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করা হয়। পরীক্ষায় কোনটিতে ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *