রফতানি চালের মূল্য কমাল ভিয়েতনাম
এশিয়ার বাজারে চালের দাম কমতে শুরু করেছে। সর্বশেষ সপ্তাহে ভিয়েতনামের বাজারে খাদ্যপণ্যটির রফতানি মূল্য টনে ৫ ডলার কমেছে। একই চিত্র দেখা গেছে থাইল্যান্ডেও। তবে ভারতের বাজারে এ সময় চালের রফতানি মূল্য আগের সপ্তাহের তুলনায় অপরিবর্তিত ছিল। খবর বিজনেস রেকর্ডার।
ভিয়েতনাম বিশ্বের তৃতীয় শীর্ষ চাল রফতানিকারক দেশ। সর্বশেষ সপ্তাহে দেশটির বাজারে রফতানিযোগ্য ৫ শতাংশ ভাঙা চালের দাম দাঁড়িয়েছে টনপ্রতি ৩৯৫ ডলার। আগের সপ্তাহে খাদ্যপণ্যটি টনপ্রতি ৪০০ ডলারে বিক্রি হয়েছিল। সেই হিসাবে, এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে রফতানিযোগ্য চালের দাম টনে ৫ ডলার কমেছে।
এর মধ্য দিয়ে পর পর চার সপ্তাহ ধরে ভিয়েতনামের বাজারে চালের রফতানি মূল্যে মন্দাভাব বজায় রইল। মূলত রফতানি চাহিদা কম থাকায় দেশটিতে চালের দাম কমতে শুরু করেছে। ভিয়েতনাম থেকে রফতানি হওয়া চালের বড় ক্রেতা চীন। বাম্পার ফলনের কারণে চীন সরকার চাল আমদানি কমিয়ে দিয়েছে। চলতি বছরের প্রথম ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) ভিয়েতনাম থেকে চীনে চাল রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ৩৯ দশমিক ১ শতাংশ কমেছে। এর প্রভাব পড়েছে ভিয়েতনামের চালের বাজারে।
চাল রফতানিকারক দেশগুলোর তালিকায় থাইল্যান্ডের অবস্থান বিশ্বে দ্বিতীয়। সর্বশেষ সপ্তাহে দেশটিতে ফ্রি অন বোর্ড চুক্তিতে প্রতি টন ৫ শতাংশ ভাঙা চালের সর্বনিম্ন দাম দাঁড়িয়েছে ৩৯০ ডলার। আগের সপ্তাহেও এর পরিমাণ ছিল টনপ্রতি ৩৯০ ডলার। অর্থাৎ এক সপ্তাহে থাইল্যান্ডের রফতানিযোগ্য চালের দাম টনে ৫ ডলার কমেছে। রফতানি চাহিদায় নিম্নমুখিতা দেশটিতে চালের দাম কমাতে প্রভাবক হিসেবে কাজ করেছে।
ভারত বিশ্বের শীর্ষ চাল রফতানিকারক দেশ। সর্বশেষ সপ্তাহে দেশটিতে রফতানিযোগ্য ৫ শতাংশ ভাঙা চালের দাম টনপ্রতি ৩৬৪ থেকে ৩৬৮ ডলারে অপরিবর্তিত রয়েছে। ভারত সরকার পরবর্তী চার মাসের জন্য বাসমতি বাদে অন্যান্য জাতের চাল রফতানিতে ৫ শতাংশ হারে ভর্তুকি ঘোষণা করেছে। এর পরও দেশটি থেকে খাদ্যপণ্যটির রফতানি বাড়ানো সম্ভব হয়নি। মূলত এ কারণে কয়েক সপ্তাহ ধরে ভারতে রফতানিযোগ্য চালের দাম তুলনামূলক কম রয়েছে।rice