রফতানি আয়ে ইউরোপকে ছুয়েছে এশিয়া
স্টাফ রিপোর্টার
বিশ্বজুড়ে রফতানি আয়ে এশিয়ার ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক দশকগুলোয় এ অঞ্চলের অংশীদারত্ব ক্রমবর্ধমান রয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) তথ্য অনুযায়ী, পণ্য রফতানির ক্ষেত্রে মহাদেশটি ২০২১ সালে প্রায় ইউরোপের কাছাকাছি পৌঁছেছে। এ সময়ে বিশ্বব্যাপী মোট রফতানিতে উভয় অঞ্চলের অংশীদারত্বই ছিল ৩৬ থেকে ৩৭ শতাংশ। ২০ শতকের দ্বিতীয়ার্ধে রফতানি আয়ের সিংহভাগই ছিল ইউরোপের দখলে। আশির দশকের গোড়ার দিকেও বৈশ্বিক রফতানিতে এশিয়ার অংশীদারত্ব ২০ শতাংশের কম ছিল। কিন্তু ২০২১ সালে এটি ৩৬ দশমিক ৩ শতাংশে উন্নীত হয়েছে। ইউরোপের অংশ থেকে যা মাত্র দশমিক ৬ শতাংশীয় পয়েন্ট কম। এ প্রবণতায় ২০২২ সালে অঞ্চলভিত্তিক শীর্ষ রফতানিকারক হিসেবে এশিয়া ইউরোপকে ছাড়িয়ে গেছে বলেও মনে করছেন অর্থনীতিবিদরা।