রফতানিতে নতুন রেকর্ড ডেইমলার ইন্ডিয়ার

স্টাফ রিপোর্টার

স্টুটগার্টভিত্তিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডেইমলারের ভারতীয় শাখায় রেকর্ড পরিমাণ রফতানি দেখা গেছে। মহামারী-পূর্বকালীন থেকে রফতানি ১০ শতাংশ বেড়েছে বিশ্বের অন্যতম শীর্ষ গাড়ি ও ট্রাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির। খবর দ্য হিন্দু।

ডেইমলার ইন্ডিয়া কমার্শিয়াল ভেহিকল (ডিআইসিভি) বলেছে, চলতি বছরের শুরু থেকেই রেকর্ড পরিমাণ যানবাহন বিক্রি করে এসেছে প্রতিষ্ঠানটি। তাদের বাণিজ্যিক গাড়ি (সিভি) বিক্রি নয় হাজারের নতুন রেকর্ড গড়েছে। ডিআইসিভি আরো জানিয়েছে, এছাড়া ৪৫ হাজার গাড়ি, নয় হাজার সিকেডি কিটস (পণ্য জড়ো করার জন্য প্রয়োজনীয় অংশগুলোর সংমিশ্রণ ও ২০ কোটি যন্ত্রাংশ রফতানি করেছে।

ভারতে ডেইমলারের কারখানাটি দক্ষিণ ভারতের চেন্নাইয়ের ওরগড়মের সন্নিকটে অবস্থিত। ডিআইভিসির এক বিবৃতিতে বলা হয়, এ কারখানায় চারটি ব্র্যান্ডের ইঞ্জিন, ট্রান্সমিশন, ট্রাক ও বাস তৈরি করা হয়। সম্প্রতি প্রতিষ্ঠানটির রফতানিতে ঊর্ধ্বগতি দেখা গেছে।

এ বিষয়ে ডিআইভিসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সত্যকাম আর্য জানান, স্থানীয় পণ্যের প্রতি বিশ্বজুড়ে ক্রেতাদের বিশ্বস্ততার সাক্ষ্য-প্রমাণ এটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *