রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ ডাকাত নিহত

রংপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জেলার শীর্ষ ডাকাত শওকত আলী ঘুঘু (৩৩) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর ১৪নং ওয়ার্ডের রাধাকৃষ্ণপুর ঘাঘটপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত ঘুঘু ডাকাত নগরীর ১৪নং ওয়ার্ডের দেওডোবা ডাঙিরপাড় এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-১৩ এর মিডিয়া উইং কর্মকর্তা খন্দকার গোলাম মর্তুজা জানান, নিহত ঘুঘু রাধাকৃষ্ণপুর ঘাঘটপাড়া এলাকায় মাদক কেনাবেচা করছিলেন। এ সময় র‌্যাবের একটি দল সেখানে উপস্থিত হলে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে ঘুঘু ও তার সহযোগীরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে ঘুঘু ডাকাত নিহত হন এবং অন্যরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নিহতের বিরুদ্ধে ১৩টির অধিক মাদক ও ডাকাতির মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *