যে বিয়ের পাত্র-পাত্রী সবাই জমজ

আলোচনায় থাকতে বিয়ে নিয়ে মানুষ কত পরিকল্পনাই না করে। কেউ সমুদ্রের নিচে গিয়ে বিয়ে করে, কেউ বা প্লেনে চড়ে আকাশে গিয়ে বাসর সাজায়। কিন্তু ব্যতিক্রমের কি আর শেষ আছে! এবার এমন এক বিয়ের খবর পাওয়া গেল যেখানে সবাই জমজ! পাত্র যমজ এবং পাত্রীও যমজ! শুধু তাই নয়। যাঁরা কন্যা সম্প্রদান করলেন, তাঁরা যমজ, যাঁরা বিয়ে দিলেন, তাঁরা যমজ!

এমনই এক মজার বিয়ের অনুষ্ঠান হল ভারতের কেরলে।
দুই যমজ পাত্রের নাম দিলরাজ এবং দিলকার। আর তাঁদের দুই যমজ পাত্রীর নাম রীমা এবং রীনা। কেরলের ত্রিশূর জেলার সেন্ট জেভিয়ার্স চার্চে হল বিয়ের এই অনুষ্ঠান।

চার্চে দু’জনের বিয়েও দিলেন দুই যমজ পাদরী। তাঁদের নাম আবার রেজ এবং রোজি। পাত্রীর পক্ষ থেকে ছিল ফুলের মতো ফুটফুটে দুই যমজ বোন। তাহলে দেবর কেন একজন থাকবে? তাই তারাও যমজ।

সবই যখন যমজ, তাহলে আর পোশাক কেন আলাদা হতে যাবে? তাই সবাই পরলেন একই পোশাক। বিয়ে একটা দেখার মতো হল বটে। সবই ঠিকঠাক মতো হলো, এখন দেখার পালা সামনে কোন কিছু বদলে যাওয়ার মতো ভ্রান্তিবিলাস হয় কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *