যে নদীতে পাওয়া যাচ্ছে রাশি রাশি স্বর্ণ ও রুপার মুদ্রা (ভিডিও)

হাঙ্গেরির দানিউব নদীতে পানি নেই বললেই চলে। শুকিয়ে যাওয়া নদী থেকে পাওয়া যাচ্ছে রাশি রাশি স্বর্ণ ও রুপার মুদ্রা। প্রত্নতত্ত্ববিদরা সেখান থেকেই পেলেন দুই হাজারের বেশি মুদ্রা।

প্রাচীনকালের এত মুদ্রা একসঙ্গে পেয়ে উচ্ছ্বসিত গবেষকরা। প্রত্নতত্ত্ববিদরা জানান, বেশির ভাগ মুদ্রাই প্রায় ১৬৩০-১৭৪৩ সালের। হাঙ্গেরি টুডে ও আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ফেরেঞ্জি মিউজিয়ামে কর্মরত প্রত্নতত্ত্ববিদ কোভাস জানান, মুদ্রা ছাড়াও ওই নদীতে পাওয়া গেছে প্রাচীনকালের লোহার অস্ত্র, কামানের গোলা, বর্শা, তরবারি।

গবেষকরা নিশ্চিত করেছেন মুদ্রাগুলো ১৬০০ শতকের ষোড়শ লুইয়ের আমলের।

ইউরোপের অন্য নদীগুলোর মতো দানিউবেরও বেশ কিছু জায়গা একেবারে শুকিয়ে গেছে। দানিউবের পাশে বুদাপেস্টের প্রাচীন সেতুর ধ্বংসাবশেষও দেখা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের হামলায় ধ্বংস হয়েছিল এটি, তার পাশেই পাওয়া গেছে এই গুপ্তধন।

মুদ্রাগুলো নেদারল্যান্ডস, ফ্রান্স, জুরিখ ও ভ্যাটিকানের বলে প্রতিবেদন থেকে জানা গেছে।

https://www.youtube.com/watch?v=O_gcMcEb-n4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *