যে কারণে চাঙ্গা কৃষিপণ্যের বাজার
আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলোর জোট জি২০ শীর্ষ সম্মেলন। এ সম্মেলনে চলমান চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
এ কারণে বিরোধ নিরসনের আশাবাদ তৈরি হয়েছে। এ আশাবাদ আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্যের দামকে চাঙ্গা করেছে। শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সর্বশেষ কার্যদিবসে গম, ভুট্টা ও সয়াবিনের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। খবর এগ্রিমানি।
সিবিওটিতে এদিন আগামী বছরের মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল (৬০ পাউন্ড) গম বিক্রি হয় ৫ ডলার ১৫ সেন্টে, যা আগের দিনের তুলনায় ৮ সেন্ট বেশি। একইভাবে এদিন জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল ভুট্টার দাম আগের দিনের তুলনায় ৪ সেন্ট বেড়ে ৩ ডলার ৭৭ সেন্টে স্থির হয়।
অন্যদিকে দিন শেষে আগামী বছরের মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল সয়াবিন বিক্রি হয় ৮ ডলার ৯৪ সেন্টে, যা আগের দিনের তুলনায় ৭ সেন্ট বেশি।
চলমান চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধের জের ধরে ধারাবাহিক উত্থান-পতনের মধ্যে রয়েছে কৃষিপণ্যের বাজার। বিশেষত বাড়তি শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্র থেকে চীনের বাজারে রফতানি উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ার জের ধরে সয়াবিনের দাম পড়েছে। অনিশ্চয়তা রয়েছে গম ও ভুট্টার ক্ষেত্রেও।
এমন পরিস্থিতিতে গতকাল দিন শেষে বুয়েন্স আয়ার্সে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তাদের এ বৈঠকের ফলাফল এখনো জানা যায়নি। তবে বাণিজ্যবিরোধ কমে আসার আশাবাদ তৈরি হয়েছে সংশ্লিষ্টদের মনে। এর জের ধরে গতকাল সিবিওটিতে গম, ভুট্টা ও সয়াবিনের দাম আগের দিনের তুলনায় বেড়েছে।