যে কারণে কান্নায় ভেঙে পড়লেন শ্রীদেবীর স্বামী
বলিউডের প্রথম নারী সুপারস্টার হিসেবে খ্যাতি পাওয়া বলিউড তারকা শ্রীদেবী। তার মৃত্যুর এক বছর হলো গত ২৪ ফেব্রুয়ারি। হঠাৎ করেই শ্রীদেবীকে হারিয়ে শোকস্তব্ধ ছিল গোটা বলিউড ও তার ভক্তরা।
তবে সে শোক একটু বেশিই শ্রীদেবীর স্বামী বনি কাপুরের জন্য। সম্প্রতি একটি টিভির টকশোতে উপস্থিত হয়েছিলেন বলিউডের এই খ্যাতিমান প্রযোজক। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল ‘শ্রীদেবীকে এখনো মনে পড়ে কিনা?’
প্রশ্ন শুনেই কান্নায় ভেঙে পড়েন তিনি। বলেন, ‘শ্রীদেবী চলে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত এমন কোন মুহূর্ত নেই যখন তাকে আমার মনে পড়েনি। আমার বিশ্বাস শ্রীদেবীকে যাদের কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে তারা কেউ তাকে ভুলতে পারবে না। তাকে ভুলে যাওয়াটা অসম্ভব।’
তিনি আরো বলেন, ‘একটা সময় আমাকে বলা হতো আমি প্রযোজনা করে টাকা উড়াচ্ছি। কিন্তু শ্রীদেবীর সাথে বিয়ে হওয়ার পর শ্রীদেবী আমাকে কখনো এটা অনুভব করতে দেয়নি। একজন স্ত্রী হিসেবে সে এতোটাই সাপোর্টিভ ছিল।’
তবে শ্রীদেবীর প্রয়াণ কাপুর পরিবারকে শুধু ক্ষত নয় কিছু প্রাপ্তিও দিয়েছে। তেমনটাই জানান বনি কাপুর। বনির মতে, ‘শ্রীদেবীর মৃত্যুর পর তার দু স্ত্রীর সন্তানরা একত্রিত হয়েছে। তারা একে অন্যকে কাছে টেনে নিয়েছে। এটা আমার পরিবারের জন্য খুব জরুরি ছিল। শ্রীদেবী মৃত্যুর মধ্য দিয়েও আমাকে ও আমার পরিবারকে মুগ্ধ করে গেল।’