যুবকদের দক্ষতায় থাকছে নানা প্রকল্প : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিশ্বব্যাপী পালিত হবে মুজিববর্ষ। বাংলাদেশ হোস্ট কান্ট্রি হলেও সারা বিশ্বে এটি পালিত হবে, যা বিরল। মুজিববর্ষ উপলক্ষে যুবকদের দক্ষতা উন্নয়নে নানা প্রকল্প হাতে নেয়া হয়েছে বলেও জানান তিনি।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে দক্ষতা উন্নয়ন প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান ফারুক হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আরও বক্তব্য রাখেন এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।
অর্থমন্ত্রী বলেন, দক্ষতা বাড়াতে অনেক প্রতিষ্ঠান তৈরি হয়েছে, যেগুলোর বেশিরভাগের কার্যকরিতা নিয়ে প্রশ্ন রয়েছে। দেশের শ্রমিকরা অনেক ক্ষেত্রে খুব দক্ষ। তবে শতভাগ মানুষকে দক্ষতার আওতায় আনতে হবে।
মনমোহন প্রকাশ বলেন, উন্নয়ন টেকসই করতে ডাবল ডিজিট প্রবৃদ্ধি অর্জন করতে হবে। দীর্ঘ মেয়াদে উন্নয়ন ধরে রাখতে হলে শিক্ষা খাতে বিশেষত কারিগরি শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবতে হবে। দেশের ১৫ বছরের ঊর্ধ্বে ৩৫ শতাংশ যুবকের দক্ষতা বাড়াতে সবোচ্চ উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে সেবা ও উৎপাদনশীল খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে কর্মীদেরও হাতে কলমে শেখাতে হবে।
বক্তারা আরও বলেন, দেশের সাড়ে ১৬ কোটি মানুষের মধ্যে যুবকের সংখ্যা বেশি হলেও আন্তজার্তিক মানদণ্ড অনুযায়ী দক্ষতা অর্জনে তারা এখনো পিছিয়ে। দেশের প্রথাগত শিক্ষা ব্যবস্থা, কারিগরি শিক্ষার পর্যাপ্ত সুযোগ না থাকা, যুবকদের দক্ষতা উন্নয়নে পর্যাপ্ত বিনিয়োগ ও একক কোনো সংস্থা না থাকায় গুণগত প্রশিক্ষণ দেয়া সম্ভব হচ্ছে না। ফলে কর্মসংস্থানে প্রতিনিয়ত পিছিয়ে পড়ছে তারা। মান অনুযায়ী কাজ না থাকায় বেতনও সন্তোষজনক হচ্ছে না।