যুক্তরাষ্ট্র-ব্রিটেন বাণিজ্য চুক্তি: ঝুঁকিতে ব্রেক্সিট
ব্রেক্সিটের কারণে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের মধ্যকার বাণিজ্য চুক্তি ঝুঁকিতে পড়তে পারে। ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে-কে এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কোন ধরনের চুক্তির বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প উদ্বিগ্ন সে বিষয়ে কিছু বলেননি। তবে তিনি কোন গুরুত্বপূর্ণ চুক্তির কথা উল্লেখ করছেন বলেই ধারণা করা হচ্ছে।
তবে একটি বিষয় পরিস্কার যে, যুক্তরাজ্যের স্বাধীন বাণিজ্য নীতি রয়েছে। এর মাধ্যমে তারা বিশ্বের যে কোন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে পারে। ব্রেক্সিট চুক্তি নিয়ে সোমবার নিজের মন্ত্রীসভার মন্ত্রীদের ব্যাপক সমালোচনার স্বীকার হয়েছেন থেরেসা মে।
আগামী ১১ ডিসেম্বর এ বিষয়ে মন্ত্রীসভায় ভোট গ্রহণ হবে। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, আমাদের এটা গুরুত্বে সঙ্গে দেখতে হবে যে, যুক্তরাজ্যকে বাণিজ্যের জন্য গ্রহণ করা হবে কিনা। কারণ যদি এই চুক্তির বিষয়ে লক্ষ্য করেন তবে দেখবেন তারা হয়তো আমাদের সঙ্গে বাণিজ্য করতে সক্ষম হবেন না। আর এটা কখনই ভালো কিছু হবে না।
ট্রাম্প হয়তো বোঝাতে চাচ্ছেন যে, ব্রেক্সিট চুক্তির কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাধীনভাবে বাণিজ্য চুক্তির ক্ষেত্রে ব্রিটেনের কিছু প্রতিবন্ধকতা থাকতে পারে। তারা হয়তো আগের মতো বাণিজ্য চুক্তিতে সক্ষম নাও হতে পারে।