যুক্তরাষ্ট্রে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে টিএসএমসি

স্টাফ রিপোর্টার

যুক্তরাষ্ট্রে অ্যারিজোনায় সেমিকন্ডাক্টর কারখানা সম্প্রসারণে শতকোটি ডলার বিনিয়োগ করবে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। বিশ্বস্ত সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অ্যারিজোনার ফিনিক্সের উত্তরাংশে সবচেয়ে অগ্রসর চিপ কারখানা চালু করবে টিএসএমসি। এতে প্রায় ১ হাজার ২০০ কোটি ডলার বিনিয়োগ করতে পারে বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক চিপ নির্মাতা কোম্পানিটি। নতুন কারখানায় ৩ ন্যানোমিটারের সর্বাধুনিক ট্রানজিস্টর উৎপাদন করবে তাইওয়ানভিত্তিক এ চিপ নির্মাতা।

স্থানীয় ও বিদেশী চিপ কোম্পানিগুলোকে আকৃষ্টে বিভিন্ন প্রণোদনামূলক কর্মসূচি হাতে নিয়েছে মার্কিন সরকার। বহুল প্রত্যাশিত চিপস অ্যাক্ট এ খাতের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

গত আগস্টে অ্যারিজোনার ফিনিক্সে ফ্যাব২১ নামে সেমিকন্ডাক্টর কারখানা নির্মাণ সম্পন্ন করেছে টিএসএমসি। এতে ২০২৪ সালের মধ্যে ৫ ন্যানোমিটারের চিপ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। মাত্র ১৬ মাসের মধ্যে কারখানা নির্মাণ সম্পন্ন করেছে টিএসএমসি। এবার ২০২৪ সালের মধ্যে চিপ উৎপাদন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারা। যুক্তরাষ্ট্রে ৫ ন্যানোমিটার চিপ উৎপাদন যখন শুরু হবে তখন তাইওয়ানভিত্তিক কারখানায় ৩ ন্যানোমিটারের চিপ উৎপাদনে যাবে টিএসএমসি। ২০২৬ সালের মধ্যে ২ ন্যানোমিটারের চিপ উৎপাদন লক্ষ্যমাত্রা তাইওয়ানভিত্তিক সেমিকন্ডাক্টর জায়ান্টটির। চিপে প্রসেস নোডের সংখ্যা যত কমে ততই বাড়াতে হয় ট্রানজিস্টরের সংখ্যা। যত ট্রানজিস্টর বাড়বে তার ক্ষমতা ও জ্বালানি সক্ষমতা বাড়বে।

বিভিন্ন গ্রাহকের চাহিদা ও ডিজাইন মোতাবেক সেমিকন্ডাক্টর তৈরি হয় টিএসএমসির ফাউন্ড্রিগুলোয়। টিএসএমসির গ্রাহক তালিকায় রয়েছে অ্যাপল (সর্ববৃহৎ গ্রাহক), কোয়ালকম (স্যামসাং ফাউন্ড্রিও ব্যবহার করে) এবং উদীয়মান তারকা মিডিয়াটেক, এনভিডিয়া, ইন্টেল, এএমডির মতো কোম্পানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *