যুক্তরাষ্ট্রে ইথানল উৎপাদন কমছে
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে দেশটির ইথানল উৎপাদন খাতে। তীব্র বন্যার কারণে পর্যাপ্ত কাঁচামাল না পাওয়ায় এ অঞ্চলে জৈব জ্বালানিটির সম্মিলিত উৎপাদন ১৩ শতাংশ কমে গেছে। খবর রয়টার্স।
আকস্মিক বন্যার কবলে পড়েছে সাউথ ডাকোটা, আইওয়া, নেব্রাস্কাসহ যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় কয়েকটি অঞ্চরাজ্য। এর ফলে স্থানীয় ইথানল উৎপাদন কেন্দ্রগুলোর অধিকাংশই কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হয়েছে। প্রভাব পড়তে শুরু করেছে জৈব জ্বালানিটির সম্মিলিত উৎপাদনে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে প্রায় ২০০টি ইথানল প্লান্ট রয়েছে। এসব প্ল্যান্ট থেকে প্রতিদিন গড়ে ১০ লাখ ৬০ হাজার ব্যারেল ইথানল উৎপাদন হয়। আকস্মিক বন্যার কারণে অনেক প্লান্ট সাময়িক বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি পণ্যটির দৈনিক উৎপাদন ১ লাখ থেকে ১ লাখ ৪০ হাজার ব্যারেল কমে এসেছে, যা ইথানলের সম্মিলিত উৎপাদনের প্রায় ১৩ শতাংশ।
যুক্তরাষ্ট্রের ইথানল উৎপাদনকারী বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম আর্চার ড্যানিয়েলস মিডল্যান্ড কোম্পানি ও গ্রেন প্লেইন্স ইনকরপোরেশন। বন্যার কারণে এ দুটি প্রতিষ্ঠানও উৎপাদন প্রক্রিয়া সাময়িক গুটিয়ে নিতে বাধ্য হয়েছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, বন্যায় রেললাইন ডুবে যাওয়ায় ইথানল সরবরাহ ব্যাহত হচ্ছে।
একই সঙ্গে জ্বালানি পণ্যটির অন্যতম প্রয়োজনীয় কাঁচামাল ভুট্টা পাওয়া যাচ্ছে না। এসব কারণে প্রতিষ্ঠান দুটি বেশ কয়েকটি প্লান্টের কার্যক্রম সাময়িক বন্ধ করে দিয়েছে। এর ফলে আগামী দিনগুলোয় দেশটির বাজারে ইথানলের দাম বর্তমানের তুলনায় বেড়ে যেতে পারে।