যুক্তরাষ্ট্রের সমালোচনায় এরদোয়ান

ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি কারাকাসের সঙ্গে আঙ্কারার দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক জোরদার করারও অঙ্গীকার ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন তুরস্কের সম্পর্কে উত্তেজনা চলছে তখনই এরদোয়ান এসব কথা বললেন। খবর পার্স ট্যুডে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম-নীতি ভঙ্গ করে এমন কোনো পদক্ষেপকে আমরা মেনে নিতে পারি না। ভেনেজুয়েলা সফরের সময় তিনি রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে বৈঠকের পাশাপাশি ব্যবসায়ীদের এক ফোরামে বক্তব্য রাখেন।

এরদোয়ান বলেন, পুরো জাতিকে শাস্তি দিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান করা যায় না। এসময় মাদুরোকে বন্ধু আখ্যা দিয়ে এরদোয়ান বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট কয়েকটি দেশের পক্ষ থেকে হামলা মোকাবেলা করছেন। তবে এ ধরনের হুমকির মুখেও আঙ্কারা ভেনেজেুয়েলার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার জন্য কাজ করবে। এজন্য সব রকমের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *