যার প্রিয় খাবার ইট
মুরগির মাংসে পেলে যতটা না সে খুশি হয়, তার থেকে বেশি খুশি হয় এক থালা ইট, পাথর বা মাটরে ঢিলা পেলে। ভাবছেন, পৃথিবীতে এমন পাগল মানুষ আছে নাকি। যার কাছে সুস্বাদু খাবার ইট-পাথর! হ্যাঁ, আর সেই ইট পাথর খেয়ে একটা বড় ঢেকুড় তোলেন তিনি। আর দুপুরের টানা ঘুমটাও দেন। অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা।
ভারতের কর্নাটকের এক প্রত্যন্ত গ্রামের একটি নিম্ন মধ্যবিত্ত পরিবার। আয় যত্সামান্য। কোন রকমে চলে যায় পাক্কিরাপ্পা হুনাগুন্ডির সংসার। তবে পাক্কিরাপ্পার পেটে অন্ন না জুটলেও চলে। সে তো সারাদিন কোন না কোনভাবে মাটি, পাথর খেয়ে চলেছে। তাতে তার শরীরও অসুস্থ হয় না। বাড়ির লোক বারণ করলেও এই অভ্যাস সে ছাড়তে পারেননি।