যারা আওয়ামী লীগের ভালো চায়নি তারাই এখন বড় কথা বলছে

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে পরপর চারবার আমরা ক্ষমতায় এসেছি। কিন্তু চারদিকে একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতেও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের শোক র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, যাদের ওপর জনগণের ভিত্তি বা আস্থা নেই তাদের ষড়যন্ত্র করা ছাড়া কোনো উপায় নেই। যারা সরকারকে আঘাত দেয়ার চেষ্টা করছেন, যারা শেখ হাসিনাকে টার্গেট করছেন, যারা খন্দকার মোস্তাকের বংশধর, তারা বিভিন্ন মাধ্যমে আমাদের নেতাকর্মীদের চরিত্র হনন করছেন। নেতাকর্মীদের বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে, অসম্মানিত করার চেষ্টা করা হচ্ছে। যারা আওয়ামী লীগের ভালো চায়নি তারাই এখন বড় কথা বলছে।

তিনি আরও বলেন, যদি কেউ গেম খেলতে চেষ্টা করেন, শেখ হাসিনার কর্মীদের গায়ে ফুলের আঁচড় দেয়ার চেষ্টা করেন তাহলে নারায়ণগঞ্জ কিন্তু দাউ-দাউ করে জ্বলে উঠবে। জাতির পিতার কর্মীদের নিয়ে এই শপথ করলাম।

শামীম ওসমান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসুক যারা চায়নি তারাই আওয়ামী লীগের বড় নেতা হয়ে যাচ্ছে। যারা ত্যাগী তারা পেছনে চলে যাচ্ছে। যাদের রাজনীতি করার কথা না, যারা জনগণের ট্যাক্সের পয়সায় লালিত-পালিত তারাও এখন দেখি স্থানীয় রাজনীতিতে যুক্ত হতে চান।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নাসিক প্যানেল মেয়র-২ মতিউর রহমান মতি, জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক ও নাসিক কাউন্সিলর আরিফুল হক হাসান, নাসিক কাউন্সিলর ওমর ফারুক, সংরক্ষীত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, যুবলীগ নেতা মোঃ হুমায়ুন কবির, নাসিক ১ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ ফারুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *