ম্যানসিটি-লিভারপুলের থ্রিলার, জিতল যারা
পয়েন্ট টেবিল একপাশে সরিয়ে রেখে দুই দলকে বিচার করতে বসলে কাকে সেরা বলবেন? ম্যানসিটি নাকি লিভারপুল? সত্যিই এই দুই দলকে আলাদা করা কঠিন। ডাগআউটে রয়েছেন দুই মাস্টারক্লাস কোচ পেপ গার্দিওলা এবং ইয়ুর্গেন ক্লুপ। বিশ্বসেরা দুই কোচ যেমন ডাগআউটে, তেমনি মাঠে বিচরণ বিশ্বসেরা ফুটবলারদের। ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল যেন তারকায় ঠাসা দুটি দল।
রোববার রাতে ইত্তিহাদ স্টেডিয়ামের খেলায়ও আলাদা করা গেলো না কোনো দলকে। কেউ কারো চেয়ে নিজেকে সেরা প্রমাণ করতে পারেনি। দুই দলই থেকেছে সমানে সমান। ২-২ গোলে ড্র নিয়েই মাঠ ছেড়েছে ম্যানসিটি এবং লিভারপুল।
সিটির হয়ে গোল দুটি করেছেন কেভিন ডি ব্রুইন এবং গ্যাব্রিয়েল হেসুস। লিভারপুলের হয়ে গোলদুটি করেন দিয়েগো জোতা এবং সাদিও মানে।
ম্যাচ ড্র হওয়ার ফলে পয়েন্ট টেবিলে আগের অবস্থানই বিরাজ করছে। ৩১ ম্যাচ শেষে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো ম্যানসিটি। ৭৩ পয়েন্ট নিয়ে তাদের পরেই অবস্থান লিভারপুলের। লিগে প্রতিটি দলের ম্যাচ বাকি এখনও ৭টি করে। শিরোপা লড়াই যে লিগের শেষ ম্যাচ পর্যন্ত জারি থাকবে, তা এখনই বলে দেয়া যায়।