ম্যানচেস্টার ডার্বিতে ম্যানইউকে ৩-০ গোলে হারাল সিটি
স্টাফ রিপোর্টার
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রোববার ম্যানচেস্টার ডার্বিতে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে কর্তৃত্ব করে জিতল ম্যানচেস্টার সিটি। বর্তমান চ্যাম্পিয়নরা জিতেছে ৩-০ গোলের ব্যবধানে। নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড জোড়া গোল করেন। একবার লক্ষ্যভেদ করেন ফিল ফডেন।
এই জয়ে শীর্ষ দল টটেনহামের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাল পেপ গার্দিওলার দল। ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পার্সরা, ২৪ পয়েন্ট নিয়ে এরপরেই যথাক্রমে আর্সেনাল ও ম্যানসিটি।