ম্যাচের মাঝেই রোজা ভাঙার বিরতি, বুন্দেসলিগায় ইতিহাস

স্টাফ রিপোর্টার

বুন্দেসলিগায় চলছিল অগসবুর্গ ও মেইঞ্জ জিরো ফাইভের লড়াই। দ্বিতীয়ার্ধে হঠাৎ রেফারি ম্যাচ কিছুক্ষণের জন্য থামালেন, অগসবুর্গের খেলোয়াড় মোসা নিয়াখাতে পানি পান করলেন। তাতে জার্মানির শীর্ষ ফুটবল লিগে ইতিহাস রচিত হলো।

রোজা রেখেছিলেন নিয়াখাতে। ৬৫তম মিনিটে সূর্য অস্তমিত হওয়ার পর তাকে রোজা ভাঙার সুযোগ দিতেই ম্যাচ কিছুক্ষণ বন্ধ রাখেন রেফারি মাথিয়াস জোলেনবেক।

নিয়াখাতে রোজা ভেঙে কৃতজ্ঞতাস্বরূপ রেফারির সঙ্গে হাত মেলান। আবার শুরু হয় খেলা।

রোজা রাখা খেলোয়াড়দের ধর্মীয় প্রথা মেনে তা ভাঙার জন্য ম্যাচের মাঝপথে তাদের অনুরোধ সাপেক্ষে খেলা কিছুক্ষণ বন্ধ রাখার ব্যাপারে রেফারিদের নির্দেশনা দিয়েছে জার্মান ফুটবল ফেডারেশন।

ওই ম্যাচটি ২-১ গোলে জিতেছে অগসবুর্গ। ১১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন জেফ্রি গোভিলিউব। দ্বিতীয়ার্ধের নবম মিনিটে সিলভান ভিডমার মেইঞ্জকে সমতা ফেরান। কিন্তু দুই মিনিট যেতে আবার লিড নেয় অগসবুর্গ। গোলটি করে রুবেন ভার্গাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *