মেসি-সুয়ারেজে বার্সার বিরল রেকর্ড

শনিবার রাতে স্প্যানিশ লা লিগায় রায়ো ভায়োকানোর বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও ৩-১ গোলের দারুণ এক জয় পেয়েছে বার্সেলোনা। এ জয়ে লা লিগায় নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে টানা সর্বোচ্চ ১৩ জয়ের রেকর্ড গড়েছে কাতালান ক্লাবটি।

উয়েফা চ্যাম্পিয়ন লিগে অলিম্পিক লিওনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রায়োর বিপক্ষে তারকা খেলোয়াড়দের বিশ্রাম দেবেন বার্সা কোচ আর্নেস্ত ভালভার্দে, এমনটাই ভাবা হচ্ছিলো ম্যাচ শুরুর আগে। কিন্তু তিনি ভাবলেন অন্যটা। খেলোয়াড়দের চাঙা রাখতে প্রায় সেরা একাদশই নামিয়ে দেন মাঠে।

তবু ঘরের মাঠে প্রথম গোলটা হজম করে বার্সেলোনাই। ম্যাচের ২৪তম মিনিটে ন্যু ক্যাম্পকে নিস্তব্ধ করে রায়োকে এগিয়ে দেন স্প্যানিশ ফরোয়ার্ড রাউল থমাস। গোল হজম করে খানিক বিভ্রান্তই হয়ে পড়ে বার্সেলোনা।

তবে প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগেই মেসি-পিকের নৈপুণ্যে সমতায় ফেরে বার্সেলোনা। ৩৮তম মিনিটে মেসির ফ্রি-কিকে নিখুঁত এক হেডে গোলরক্ষককে বোকা বানিয়ে জালে বল জড়ান স্প্যানিশ ডিফেন্ডার পিকে।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫১তম মিনিটে লিড পায় বার্সেলোনা। এবার গোল করেন অধিনায়ক মেসি নিজেই। পর্তুগিজ ডিফেন্ডার নেলসন সেমেদো ডি-বক্সে ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পটকিকে চলতি লিগে নিজের ২৬তম গোলটি করেন মেসি।

শেষদিকে রায়োর কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। ৮২তম মিনিটে ইভান রাকিটিচের সঙ্গে বল আদান-প্রদান করে লিগের দ্বিতীয় সর্বোচ্চ নিজের ১৭তম গোল করেন সুয়ারেজ।

২৭ ম্যাচে ১৯ জয় ও ৬ ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে অ্যাতলেটিকো মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৪৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *