মেসিকে ছাড়াই জিতল বার্সেলোনা
ইনজুরি আক্রান্ত কাঁধে ঝোলানো বিশেষ ব্যান্ডেজ দিয়ে, পাশে বসা বড় ছেলে থিয়াগো মেসি, মাঠে খেলছেন সতীর্থরা; বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির জন্য এমন মুহূর্ত মোটেও সুখকর নয়। তবে মাঠের খেলায় সতীর্থরা জয় পাওয়ায় কষ্টটা কিছুটা হলেও কমেছে মেসির।
শনিবার রাতে সেভিয়ার বিপক্ষে ম্যাচে ডান হাতে গুরুতর চোট পেয়ে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান মেসি। মাঠের বাইরে থেকেই উপভোগ করলেন নিজ দলের ইন্টার মিলানের বিপক্ষে ২-০ গোলের জয়।
বুধবার রাতে ঘরের মাঠে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে লিওনেল মেসিকে ছাড়াই ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ম্যাচে গোল করেছেন রাফিনহা এবং জর্ডি আলবা।
ম্যাচের শুরু থেকেই অতিথিদের চাপে রেখে খেলতে থাকে বার্সেলোনা। তবে গোল পেতে তাদের অপেক্ষা করতে হয় ম্যাচের ৩২মিনিট পর্যন্ত। ডান দিক থেকে লুইস সুয়ারেজের দারুণ এক ক্রস ছয় গজের ডি-বক্সের বাইরে পেয়ে বাম পায়ের ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনিয়া।
এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধেও বেশ কিছু গোলের সুযোগ পায় তারা। তবে কাজের কাজ গোলটি পেতে খেলতে হয় ৮৩ মিনিট পর্যন্ত। ইভান রাকিটিচের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে বাম পায়ের কোনাকুনি শটে ঠিকানায় বল পাঠান স্প্যানিশ ডিফেন্ডার আলবা।
তিন ম্যাচের সবকটিতে জেতা বার্সেলোনা ৯ পয়েন্ট নিয়ে রয়েছে ‘বি’ গ্রুপের শীর্ষে। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালির ক্লাব ইন্টার। গ্রুপের আরেক ম্যাচে পিএসভির মাঠে ২-২ গোলে ড্র করেছে টটেনহ্যাম হটস্পার। দুটি দলেরই পয়েন্ট ১ করে।