মেট্রোপলিটন চেম্বারের মাসব্যাপী বাণিজ্য মেলা
স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (মেট্রোপলিটন চেম্বার) মাসব্যাপী ‘বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও রফতানি মেলা’ (বিআইটিইএফ-২০২২) সোমবার (১০ অক্টোবর) থেকে শুরু হচ্ছে।
চট্টগ্রাম মহানগরীর কাজির দেউড়ি আউটার স্টেডিয়ামে এ মেলা অনুষ্ঠিত হবে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে সোমবার সকাল সাড়ে ১০টায় মেলার উদ্বোধন করবেন বলে জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মেট্রোপলিটন চেম্বারের সভাপতি ও কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান। চেম্বারের ভারপ্রাপ্ত সচিব মো. জয়নুল আবেদীন জানান, সোমবার থেকে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক এ বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে। মেলায় দেশ-বিদেশের পণ্য প্রদর্শিত হবে বলে জানান তিনি।