মুনাফা বেড়েছে জেএমআই সিরিঞ্জ ও হসপিটালের

স্টাফ রিপোর্টার

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ভালো ব্যবসা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জেএমআই গ্রুপের দুই কোম্পানি জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস ও জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং।

জেএমআই সিরিঞ্জেস: চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৯ কোটি ৪৯ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ৮ কোটি ৭ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা ১৭ দশমিক ৬৪ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির  ইপিএস হয়েছে ৪ টাকা ৩০ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৩ টাকা ৬৫ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১২৩ টাকা ৯৯ পয়সা।

জেএমআই হসপিটাল: চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৬ কোটি ৮ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ১৫ কোটি ৩০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৭০ দশমিক ৪৭ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *